SBI, Indian Banks: কার টাকা কেউ জানে না! দাবিহীন আমানত জমার তালিকায় শীর্ষে SBI
SBI, Indian Banks: সংখ্যায় হিসাব করলে দাঁড়ায় ১৯ হাজার ৩২৯ টাকা কোটি রয়েছে স্টেট ব্যাঙ্কের কাছে। কিন্তু এই দাবিহীন আমানতটাই বা কী? কোন শর্তে কোনও গ্রাহকের আমানত দাবিহীন আমানতে পরিণত হয়?

নয়াদিল্লি: দাবিহীন আমানতের পরিমাণ হুহু করে বেড়েছে দেশের ব্যাঙ্কগুলিতে। সোমবার সংসদে সেই তথ্যই তুলে ধরলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। একটি প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, বর্তমানে দেশের প্রতিটি ব্যাঙ্ক মিলিয়ে মোট দাবিহীন আমানতের পরিমাণ ৬৭ হাজার কোটি টাকা। যার মধ্যে ৮৭ শতাংশ টাকা রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে। বাকি টাকা রয়েছে বেসরকারি ব্যাঙ্কগুলিতে।
তিনি আরও জানিয়েছেন, এই দাবিহীন আমানতের মধ্যে ২৯ শতাংশ টাকা অর্থাৎ সংখ্যায় হিসাব করলে দাঁড়ায় ১৯ হাজার ৩২৯ টাকা কোটি রয়েছে স্টেট ব্যাঙ্কের কাছে। কিন্তু এই দাবিহীন আমানতটাই বা কী? কোন শর্তে কোনও গ্রাহকের আমানত দাবিহীন আমানতে পরিণত হয়?
ওয়াকিবহাল মহল জানিয়েছে, এমন টাকা যা সেভিংস কিংবা কারেন্ট অ্যাকাউন্টে ১০ বছর বা তার বেশি সময় ধরে পড়ে রয়েছে। অথবা কোনও ফিক্সড ডিপোজিট বা অন্য কোনও বিনিয়োগ প্রকল্পে জমা করা টাকা ম্যাচুরিটির তারিখ থেকে ১০ বছর ধরে পড়ে রয়েছে তাকে দাবিহীন আমানত বলা হবে। অর্থাৎ এই টাকার কোনও দাবিদার নেই। কিন্তু ১০ বছর পেরিয়ে গেলে ব্যাঙ্কগুলি এই টাকা নিয়ে কী করে? তখন এই মোট অঙ্কের টাকা চলে যায় রিজার্ভ ব্য়াঙ্কের কাছে।
সংসদে অর্থমন্ত্রীর তুলে ধরা তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির তহবিল দাবিহীন আমানতের পরিমাণ ৫৮ হাজার কোটি টাকার উপর। বাকি টাকা রয়েছে বেসরকারি ব্যাঙ্কগুলির কাছে। যার পরিমাণ ৮ হাজার কোটি টাকার সামান্য় বেশি। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মধ্য়ে আবার সবচেয়ে বেশি দাবিহীন আমানত রয়েছে SBI-এর কাছে। যার পরিমাণ ১৯ হাজার কোটি টাকা। এরপর পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ৬ হাজার ৯১০ কোটি টাকা। কানাড়া ব্যাঙ্ক ৬ হাজার ২৭৮ কোটি টাকা। বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে সবচেয়ে বেশি দাবিহীন আমানত পড়ে রয়েছে ICICI ব্যাঙ্কের কাছে। প্রায় ৮ হাজার ৬৭৩ কোটি টাকা।

