Budget 2023 Expectation: হাসপাতালের দরজায় মধ্য়বিত্তদের ধাক্কা খাওয়ার দিন শেষ, এই বাজেটেই বড় ঘোষণা করতে পারে কেন্দ্র

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jan 20, 2023 | 8:00 AM

Budget 2023: ন্যাশনাল হেলথ অথারিটির তরফে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে আয়ুষ্মান ভারত প্রকল্পে বরাদ্দ বাড়ানোর আর্জি জানানো হয়েছে।

Budget 2023 Expectation: হাসপাতালের দরজায় মধ্য়বিত্তদের ধাক্কা খাওয়ার দিন শেষ, এই বাজেটেই বড় ঘোষণা করতে পারে কেন্দ্র
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: হাতে গোনা আর কয়েকদিন, তারপরই পেশ করা হবে কেন্দ্রীয় বাজেট। প্রতি বছরই বাজেট নিয়ে সাধারণ মানুষের প্রচুর আশা-প্রত্যাশা থাকে। কেন্দ্রীয় সরকারও সাধারণ মানুষের চাহিদার কথা মাথায় রেখে জনদরদী বাজেট তৈরি করার চেষ্টা করেন। অর্থনীতির পাশাপাশি বাজেটের ক্ষেত্রে একদিকে যেমন অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় কৃষি ক্ষেত্রকে, তেমনই বিশেষ গুরুত্ব পায় স্বাস্থ্য ক্ষেত্রও। এবারের বাজেট নিয়ে প্রত্য়াশা রয়েছে অনেক, কারণ ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ বাজেট। ফলে এবারের বাজেটে সরকার যে বিশেষ গুরুত্ব দেবে, তা বলার অপেক্ষা রাখে না। কেন্দ্রীয় সূত্রে খবর, এবারেরবাজেটে সুখবর রয়েছে সাধারণ মধ্যবিত্ত শ্রেণির জন্য। কেন্দ্রীয় সরকার স্বাস্থ্য় ক্ষেত্রে বড় ঘোষণা করতে পারে। জানা গিয়েছে, এবারের বাজেটে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় আর্থিক কভারেজ বাড়ানো হতে পারে। এতে শুধুমাত্র গরিব মানুষেরাই নন, মধ্যবিত্ত শ্রেণিও উপকৃত হবেন।

কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, ন্যাশনাল হেলথ অথারিটির তরফে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে আয়ুষ্মান ভারত প্রকল্পে বরাদ্দ বাড়ানোর আর্জি জানানো হয়েছে। ন্যাশনাল হেলথ অথারিটির তরফে জানানো হয়েছে, গরিব মানুষরা কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেলেও, মধ্যবিত্ত শ্রেণির একটি বড় অংশেরই স্বাস্থ্যবিমা করা নেই। মধ্যবিত্ত শ্রেণিও যাতে কম খরচে যথাযথ চিকিৎসার সুযোগ পান, তার জন্যই কেন্দ্রের কাছে আয়ুষ্মান ভারত প্রকল্পের বরাদ্দ বাড়ানোর আবেদন করা হয়েছে।

২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার উদ্বোধন করেন। এই প্রকল্পের অধীনে সাধারণ মানুষ নিখরচায় ৫ লক্ষ টাকা অবধি স্বাস্থ্য বিমার কভারেজ পান। সরকারি, বেসরকারি হাসপাতালে মেলে এই প্রকল্পের সুবিধা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের প্রায় ১৪ কোটি পরিবার এই প্রকল্পের অন্তর্ভুক্ত, যা দেশের মোট জনসংখ্যার প্রায় ৬০ শতাংশ।

কিন্তু দেশে এমন ৪০ কোটিরও বেশি মানুষ, যারা মধ্যবিত্ত, তাদের কোনও স্বাস্থ্যনীতি নেই। কেন্দ্রের ‘থিঙ্ক ট্যাঙ্ক’ নীতি আয়োগের তরফে এই মধ্যবিত্ত শ্রেণিকেও আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে আনার সুপারিশ দেওয়া হয়েছিল। যদি এবারের বাজেটে আয়ুষ্মান ভারত প্রকল্পে বরাদ্দ বাড়ানো হয় এবং মধ্যবিত্তদের এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়, তবে চিকিৎসার জন্য সাধারণ মানুষের হয়রানি অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।

Next Article