কোভিড-১৯ অতিমারিকে (Covid-19 Pandemic) হারিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরেছে গোটা দেশ। তবে মাস্ক, স্যানিটাইজেশন, দূরত্ববিধির পাঠ চুকে গেলেও থেকে গিয়েছে এই অতিমারির কিছু ক্ষতিকর প্রভাব। যেমন দীর্ঘ লকডাউনের কারণে অর্থনীতিতে প্রভাব রেখে গিয়েছে এই অতিমারি। ফলে দ্রব্যমূল্যের দাম হয়েছে আকাশ ছোঁয়া, মূল্যবৃদ্ধি কোনও নিয়ন্ত্রণ মানেনি। এর মধ্যে রয়েছে আবার ছাঁটাই পর্ব। আর বিশ্বব্যাপী মন্দায় কিছুটা শঙ্কায় দেশের নাগরিকরাও। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাজেটের (Union Budget 2023) দিকে তাকিয়ে সকলে। আশা করা হচ্ছে, বিশেষত নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তদের জন্য নেট ডিসপোসেবল ইনকাম (Net Disposable Income) বাড়ানো হবে। এবং তা কর ছাড়ের মধ্যে দিয়েই বলবৎ হতে পারে।
কোভিডে জর্জরিত ধুকতে থাকা অর্থনীতিকে চাঙ্গা করতেই নেট ডিসপোসেবল ইনকাম বাড়ানোর কথা ভাবছে কেন্দ্র। এর ফলে মানুষের হাতে টাকা বেশি থাকবে। পণ্য ও পরিষেবার চাহিদা বাড়বে সে কারণে। ফলে আপাত দৃষ্টিতে বাজারে চাহিদা বাড়ছে। ডিসপোসেবল ইনকাম হল, বিভিন্ন কর বাদ দিয়ে কোনও নাগরিকের হাতে যে টাকা থাকে সেটাই। বিশেষজ্ঞদের মতে, বেসিক কর ছাড়ের সীমা বাড়িয়ে এই আয় বাড়ানোর পথে হাঁটতে পারে। এর ফলে বাজারে বিভিন্ন জিনিসের চাহিদা বাড়তে পারে। এই মর্মে সরকারের তরফে পদক্ষেপও করা হচ্ছে বলে অনুমান করা হচ্ছে। তাই এই সম্ভাবনা আরও প্রবল হচ্ছে।
বর্তমানে পুরনো ও নতুন কর ব্যবস্থার আওতায় বেসিক কর ছাড়ের সীমা হল বার্ষিক ২.৫ লক্ষ টাকা আয়। এই ধারণার অন্যতম কারণ হল, নতুন কর ব্যবস্থা কার্যকর করা ছাড়া আয়কর স্ল্যাবে দীর্ঘদিন কোনও পরিবর্তন আনা হয়নি। ফলে মনে করা হচ্ছে এইবার আয়কর ছাড় নিয়ে বড় ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।