UPI Lite: বিদেশেও কী ব্যবহৃত হচ্ছে ইউপিআই লাইট?

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Aug 27, 2023 | 1:34 AM

Digital India: UPI-এর অফলাইন ফিচার UPI Lite-এর লেনদেনের সীমা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করেছে RBI। কিন্তু এখন প্রশ্ন উঠেছে UPI লাইট কি বিদেশেও ব্যবহার করা যাবে?

UPI Lite: বিদেশেও কী ব্যবহৃত হচ্ছে ইউপিআই লাইট?
প্রতীকী ছবি।
Image Credit source: Unsplash

Follow Us

নয়া দিল্লি: ভারতের ডিজিটাল পেমেন্ট সিস্টেম, UPI ইতিমধ্যে দেশ ছাড়িয়ে বিদেশেও জনপ্রিয়তা পেয়েছে।‌ শ্রীলঙ্কা থেকে দুবাই, ফ্রান্সে ইউপিআই ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। আসলে, ভারত সরকার দেশের পেমেন্ট পরিষেবা UPI কে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চায় যাতে ভারতীয়রা বিদেশ ভ্রমণের সময় কোনও সমস্যার সম্মুখীন না হয়। UPI-এর অফলাইন ফিচার UPI Lite-এর লেনদেনের সীমা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করেছে RBI। কিন্তু এখন প্রশ্ন উঠেছে UPI লাইট কি বিদেশেও ব্যবহার করা যাবে? UPI লাইটের ব্যবহার এখনও বিদেশে অনুমোদিত হয়নি। UPI এবং UPI Lite সম্পর্কে বিস্তারিত জেনে নিন এখানে…

UPI এবং UPI Lite এর মধ্যে পার্থক্য কি?

UPI-তে লেনদেনের জন্য ৬ ডিজিটের পিন প্রয়োজন। আর ইউপিআই লাইটের মাধ্যমে ইন্টারনেট ছাড়াই টাকার স্থানান্তর করা যাবে। সুতরাং UPI লাইট ব্যবহার করে শুধু টাকা ট্রান্সফার করা যাবে।

কোন কোন দেশে UPI ব্যবহার করা যায়?

ভারতীয় ইউপিআইয়ের ব্যবহার এখন ফ্রান্স, দুবাই, সিঙ্গাপুর, ভুটান, নেপাল, ওমান, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, কম্বোডিয়া, হংকং সহ ১৭ টি দেশে অনুমোদিত হয়েছে।

UPI লাইট কেন বিদেশে ব্যবহার করা যাবে না?

বর্তমানে শুধুমাত্র UPI বিদেশে অনুমোদিত হয়েছে। UPI লাইটের ব্যবহার এখনও বিদেশে অনুমোদিত নয়। এর কারণ হতে পারে UPI Lite-এর টাকা স্থানান্তরের সীমা। এর মাসিক সীমা সম্প্রতি কিছুটা বাড়লেও সেটা তুলনামূলকভাবে এখনও অনেক কম।

বিদেশে অর্থপ্রদান কিভাবে করা হবে?

UPI এর মাধ্যমে বিদেশে পেমেন্ট করা খুবই সহজ। প্রথমে যে কোন UPI অ্যাপ ডাউনলোড করুন। এর পরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি এর সঙ্গে লিঙ্ক করুন যেমন আমরা ভারতে করি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করার পরে, আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, IBAN এবং BIC-এর মতো অ্যাপে প্রাপকের বিবরণ লিখতে হবে। পেমেন্ট সম্পূর্ণ হলে মেসেজ আসবে।

NRI হলে কীভাবে পেমেন্ট করবেন?

UPI অ্যাপ ডাউনলোড করুন। অ্যাপের সঙ্গে আপনার NRE বা NRO অ্যাকাউন্ট লিঙ্ক করুন। আপনাকে আপনার ভারতীয় অ্যাকাউন্ট নম্বর এবং ব্যাঙ্কের বিবরণও লিখতে হবে। অ্যাকাউন্ট লিঙ্ক হওয়ার পরে আপনি অর্থ প্রদান করতে পারেন।

Next Article