USA junks India Mango: ৪ কোটি টাকার আম নিল না আমেরিকা, ফেরত না এনে রেখে এল ভারত
USA Junks India Mango: জানা গিয়েছে, তবে আম নিতে 'রাজি' না হওয়ায় যেমন ক্ষতি হয়েছে ভারতীয় ব্যবসায়ীদের। তেমনই আবার কীভাবে সেই আমগুলি আমেরিকা থেকে ফিরিয়ে আনা হবে, তা নিয়েও বাড়ছে চাপ।

নয়াদিল্লি: তথ্য দিতে ভুল। তাই ভারতের দিকেই আবার ফেরত পাঠানো হল আম। কারা পাঠাল? খোদ আমেরিকা। চলতি মাসেই লস এঞ্জেলস, সান ফ্রান্সিসকো ও অ্যাটলান্টার মতো আমেরিকার বিভিন্ন বিমানবন্দরে ১৫টি আমের ‘শিপমেন্ট’ পাঠানো হয়েছিল ভারতের তরফ থেকে। কিন্তু তথ্য সংক্রান্ত কিছু ভুল থাকায় শিপমেন্টগুলি বাতিল করে আমেরিকা। যার বিপাকে ব্য়বসায়ীরা। ক্ষতির মুখে বিরাট সংখ্যক আম।
জানা গিয়েছে, তবে আম নিতে ‘রাজি’ না হওয়ায় যেমন ক্ষতি হয়েছে ভারতীয় ব্যবসায়ীদের। তেমনই আবার কীভাবে সেই আমগুলি আমেরিকা থেকে ফিরিয়ে আনা হবে, তা নিয়েও বাড়ছে চাপ। ওই আম দেশে ফিরিয়ে আনতে যে পরিমাণ মাশুল গুনতে হবে, সেই কথা ভেবেই আমগুলি নাকি আমেরিকাতেই ফেলে আসার কথা ভাবছেন রফতানিকারকেরা।
কিন্তু ১৫টি শিপমেন্ট মানে কত টাকার আম গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে? সেই নিয়ে স্পষ্ট কোনও তথ্য পাওয়া না গেলেও , বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আমেরিকার একটা সিদ্ধান্তের জেরে প্রায় ৪ কোটি ২৭ লক্ষ ২০ হাজার টাকা ক্ষতির মুখে পড়তে পারে ভারতীয় আম ব্যবসায়ীরা ।
প্রসঙ্গত, গত ৮ ও ৯ই মে রফতানির আগে মুম্বই থেকে আম রফতানির যাবতীয় কাগজপত্র পাঠানো হয়েছিল। এই কাগজপত্রগুলিতেই উল্লেখ থাকে ফলটি তৈরিতে কী কী কীটনাশক ও কোনও রসায়নিক পদ্ধতি ব্যবহার করা হয়েছে কিনা। সূত্রের খবর, রফতানি সংক্রান্ত সেই কাগজগুলিতেই গরমিলের অভিযোগ তোলে মার্কিন কর্তৃপক্ষ। এরপর তারা ভারতীয় রফতানিকারকদের সেই আম বোঝাই কন্টেনরগুলিকে সেখানেই ধ্বংস করে দিতে অথবা ফেরত নিয়ে যাওয়ার নির্দেশ দেয়। কিন্তু সেই বিপুল খরচের বোঝা কীভাবে সইবে তারা, এই ভেবে কন্টেনর বোঝাই আম ভিন দেশেই ফেলে রেখে দেওয়া হয়।





