রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI) ২০২২ সালের মে মাস থেকে রেপো রেট বাড়াতে শুরু করে। আর তার পরই একাধিক ব্যাঙ্ক এফডি বা Fixed Deposit-এর সুদের হারও বেশ কিছুটা বাড়ায়। প্রায় এক বছর হতে চলল আরবিআই রেপো রেটে এখনও অবধি (এপ্রিল ২০২৩) কোনও বদল আনেনি। অপরিবর্তিত রয়েছে Repo Rate। তবে একাধিক ব্যাঙ্ক FD-তে তাদের সুদের হারে বদল এনেছে। SBI থেকে Axis Bank এই তালিকায় সকলেই রয়েছে।
গত ১১ মাসে দেশে রেপো রেট ২.৫ শতাংশ বেড়েছে। এখন যা ৬.৫ শতাংশ। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে শেষবার RBI রেপো রেট বাড়িয়েছে। দেশের সবথেকে বড় ব্যাঙ্ক এসবিআই, প্রাইভেট সেক্টরে নাম করা Axis Bank, HDFC Bank, ICICI Bank তাদের নতুন এফডি Interest Rate ঘোষণা করেছে।
অ্যাক্সিস ব্যাঙ্কে যদি আপনি ফিক্সড ডিপোজিট করেন তাহলে সুদের হার বেশ ভাল। ৩.৫০ শতাংশ থেকে ৭.২০ শতাংশ পর্যন্ত সুদ পেতে পারেন। এটা তো সাধারণের জন্য। তবে আপনি যদি Senior Citizen বা প্রবীণ নাগরিক হন, তাহলে সুবিধা অনেকটাই বেশি। ৩.৫০ শতাংশ থেকে ৭.৯৫ শতাংশ পর্যন্ত সুদের হার হতে পারে আপনার এফডির। ২১ এপ্রিল থেকে নতুন সুদের হার কার্যকর হয়েছে। ৭ দিন থেকে ১০ বছর অবধি ফিক্সড ডিপোজিটে এই সুবিধা পাওয়া যাবে।
আইসিআইসিআই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে সুদের হার ৩ শতাংশ থেকে ৭.১০ শতাংশ পর্যন্ত পাওয়া যাবে। ৭ দিন থেকে ১০ বছর অবধি ফিক্সড ডিপোজিটে মিলবে এই সুবিধা। শুধু তাই নয়, এই ব্যাঙ্কে প্রবীণ নাগরিকরা পাবেন ০.৫০ শতাংশ অতিরিক্ত সুদও। ২৪ ফেব্রুয়ারি থেকে এই সুদের হার কার্যকর হয়েছে। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এফডিতে সুদের হার ৩.৫০ শতাংশ থেকে ৭.৬০ শতাংশ অবধি।
এইচডিএফসি ব্যাঙ্কে আপনি যদি ফিক্সড ডিপোজিট করেন তাহলে ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদে পেতে পারেন ৩ শতাংশ থেকে ৭.১০ শতাংশ অবধি সুদ। আইসিআইসিআই ব্যাঙ্কের মতো এইচডিএফসি ব্যাঙ্কেও প্রবীণরা ০.৫০ শতাংশ অতিরিক্ত সুদ পাবেন। ২১ ফেব্রুয়ারি থেকে বর্ধিত সুদের হার কার্যকর হয়েছে।
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া বা এসবিআই ৩ শতাংশ থেকে ৭.১০ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে। মেয়াদ সেই ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত। প্রবীণ নাগরিকরা পাবেন ৩.৫০ শতাংশ থেকে ৭.৬০ শতাংশ অবধি সুদের সুবিধা।