Vande Bharat Express: শীঘ্রই চালু হচ্ছে আরও ৫টি রুটে বন্দে ভারত ট্রেন, কোন কোন শহরে যাওয়া আরও সহজ হবে?
Indian Railway: বর্তমানে ১৮টি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চলে। এই সংখ্যা বাড়তে চলেছে আরও। চলতি বছরের মধ্যেই আরও ৫টি বন্দে ভারত চালু করছে রেল মন্ত্রক।
নয়া দিল্লি: উদ্বোধনের পর থেকেই জনপ্রিয়তার শীর্ষে রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি দিল্লি থেকে বারাণসীর রুটে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়। ২০২০ সালেই কেন্দ্রীয় রেল মন্ত্রকের এই সেমি হাইস্পিড ট্রেন পুরোদমে বাকি রুটেও চালু করার পরিকল্পনা থাকলেও করোনা সংক্রমণ, লকডাউনের কারণে সেই পরিকল্পনা পিছিয়ে যায়। বর্তমানে ১৮টি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চলে। এই সংখ্যা বাড়তে চলেছে আরও। চলতি বছরের মধ্যেই আরও ৫টি বন্দে ভারত চালু করছে রেল মন্ত্রক। এরমধ্যে একটি ট্রেনের উদ্বোধন এই মাসেই। এক নজরে দেখে নেওয়া যাক, নতুন কোন কোন রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু হচ্ছে-
রাঁচী-পটনা বন্দে ভারত এক্সপ্রেস:
আগামী ২৭ জুন উদ্বোধন হতে চলেছে রাঁচী-পটনা বন্দে ভারত এক্সপ্রেসের। চলতি মাসের শুরুতেই এই ট্রেনের উদ্বোধন হওয়ার কথা থাকলেও, ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার কারণে এই ট্রেনের উদ্বোধন পিছিয়ে দেওয়া হয়। মঙ্গলবার বাদে প্রতিদিন চলবে এই ট্রেন। সকাল ৭টায় পটনা থেকে ছাড়বে, রাঁচী পৌঁছবে দুপুর ১টায়। রাঁচী থেকে বিকেল ৪টে ১৫ মিনিটে ছাড়বে এই ট্রেন, পটনায় পৌঁছবে রাত ১০ টা ৫ মিনিটে।
মুম্বই-গোয়া বন্দে ভারত এক্সপ্রেস:
মুম্বই থেকে এক বেলাতেই গোয়া পৌঁছে দিতে চালু করা হচ্ছে একটি বন্দে ভারত এক্সপ্রেস। ভোর ৫ টা ২৫ মিনিটে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস থেকে এই ট্রেন ছাড়বে, দুপুর সাড়ে ৩টেয় গোয়ার মাডগাঁওতে পৌঁছবে এই ট্রেন। বর্ষাকালে সোমবার, বুধবার ও শুক্রবার মুম্বই থেকে গোয়া যাবে ট্রেনটি। গোয়া থেকে মুম্বই ফিরবে ট্রেনটি মঙ্গল, বৃহস্পতি ও শনিবারে।
বেঙ্গালুরু-ধারওয়াদ বন্দে ভারত এক্সপ্রেস:
কর্নাটকের বেঙ্গালুরু থেকে ধারওয়াদ অবধি চালু হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। মঙ্গলবার বাদে সপ্তাহের বাকি দিনগুলিতে চলবে এই ট্রেন।
ইন্দোর-ভোপাল বন্দে ভারত এক্সপ্রেস-
মধ্য প্রদেশে চালু হচ্ছে বন্দে ভারত মেট্রো। ইন্দোরের সঙ্গে ভোপালকে জুড়বে এই ট্রেন। রবিবার বাদে সপ্তাহের বাকি দিনগুলি চলবে এই ট্রেন।
জবলপুর-ভোপাল বন্দে ভারত এক্সপ্রেস-
মধ্য প্রদেশেই আরও একটি রুটে চালু হচ্ছে বন্দে ভারত মেট্রো। মধ্য় প্রদেশের জবলপুর থেকে রাজধানী ভোপালকে জুড়বে এই ট্রেন। মঙ্গলবার বাদে সপ্তাহের বাকি দিনগুলিতে চলবে এই ট্রেন।