বর্তমানে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ নথিগুলির মধ্যে একটি হল আধার কার্ড। এটি দেশের যে কোনও জায়গায় গেলে আপনার পরিচয়ের প্রমাণপত্র হিসাবে কাজ করে এই নথি। এছাড়াও আয়কর রিটার্ন দাখিল করতে আধার কার্ড এবং প্যান লিঙ্ক করা প্রয়োজন। যে কোনও ব্যক্তির আইরিস স্ক্যান, আঙুলের ছাপ এবং ফটোগ্রাফ এই আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকে। এদিকে বর্তমানে এই আধার কার্ডকে কেন্দ্র করে দিন দিন বাড়ছে জালিয়াতির সংখ্যা। এই পরিস্থিতিতে আধার কার্ড যাচাই করা গুরুত্বপূর্ণ। এখন QR কোড স্ক্যান করেই সহজে আধার কার্ডের সত্যতা যাচাই করা সম্ভব। এই প্রতিবেদন থেকে জেনে নিন কীভাবে QR কোড স্ক্যান করে আধার কার্ড জাল না খাঁটি বুঝবেন।
আধারের একটি ১২ অঙ্কের ব্যক্তিগত সনাক্তকরণ নম্বর রয়েছে। এই নম্বর দিয়েই আধার কার্ড যাচাই করা যেতে পারে। এছাড়াও QR কোড স্ক্যানিংয়ের মাধ্যমেও যাচাই করা যেতে পারে। এর মাধ্যমে আমরা জানতে পারব আধার কার্ডটি জাল নাকি খাঁটি। পাশাপাশি জানা যাবে, আধার কার্ডের তথ্য় সঠিক নাকি ভুল।
QR কোডের মাধ্যমে যাচাই করুন
কীভাবে আপনার নাম যাচাই করবেন