Aadhaar Card Update: ঘরে বসেই QR কোডের মাধ্যমে যাচাই করুন আধার কার্ড, জেনে নিন সহজ পদ্ধতি

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

May 14, 2023 | 8:13 AM

Aadhaar Card Update: বর্তমানে বাড়ছে আধার জালিয়াতির সংখ্যা। তাই এর থেকে দূরে থাকতে QR কোডের মাধ্যমে ঘরে বসেই আধার কার্ডের তথ্য যাচাই করে নিতে পারেন আধার কার্ড হোল্ডাররা।

Aadhaar Card Update: ঘরে বসেই QR কোডের মাধ্যমে যাচাই করুন আধার কার্ড, জেনে নিন সহজ পদ্ধতি
Image Credit source: টিভি৯ ভারতবর্ষ

Follow Us

বর্তমানে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ নথিগুলির মধ্যে একটি হল আধার কার্ড। এটি দেশের যে কোনও জায়গায় গেলে আপনার পরিচয়ের প্রমাণপত্র হিসাবে কাজ করে এই নথি। এছাড়াও আয়কর রিটার্ন দাখিল করতে আধার কার্ড এবং প্যান লিঙ্ক করা প্রয়োজন। যে কোনও ব্যক্তির আইরিস স্ক্যান, আঙুলের ছাপ এবং ফটোগ্রাফ এই আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকে। এদিকে বর্তমানে এই আধার কার্ডকে কেন্দ্র করে দিন দিন বাড়ছে জালিয়াতির সংখ্যা। এই পরিস্থিতিতে আধার কার্ড যাচাই করা গুরুত্বপূর্ণ। এখন QR কোড স্ক্যান করেই সহজে আধার কার্ডের সত্যতা যাচাই করা সম্ভব। এই প্রতিবেদন থেকে জেনে নিন কীভাবে QR কোড স্ক্যান করে আধার কার্ড জাল না খাঁটি বুঝবেন।

আধারের একটি ১২ অঙ্কের ব্যক্তিগত সনাক্তকরণ নম্বর রয়েছে। এই নম্বর দিয়েই আধার কার্ড যাচাই করা যেতে পারে। এছাড়াও QR কোড স্ক্যানিংয়ের মাধ্যমেও যাচাই করা যেতে পারে। এর মাধ্যমে আমরা জানতে পারব আধার কার্ডটি জাল নাকি খাঁটি। পাশাপাশি জানা যাবে, আধার কার্ডের তথ্য় সঠিক নাকি ভুল।

QR কোডের মাধ্যমে যাচাই করুন

  • প্রথমত, আপনাকে গুগল প্লে স্টোর থেকে এমআধার অ্যাপটি ডাউনলোড করতে হবে।
  • অ্যাপ্লিকেশনটি খোলার পরে আপনি স্ক্রিনের উপরের ডান কোণে QR কোড আইকন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।
  • আপনার মোবাইল ক্যামেরা থেকে আধার কার্ড, ই-আধার বা আধার পিভিসিতে QR কোডটি স্ক্যান করুন।
  • আধার কার্ডের সম্পূর্ণ বিবরণ আপনার সামনে চলে আসবে।

কীভাবে আপনার নাম যাচাই করবেন

  • UIDAI ওয়েবসাইটে যান এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলাকালীন আপনাকে দেওয়া এনরোলমেন্ট আইডি লিখুন
  • সিকিউরিটি বক্সে আপনি যে সিকিউরিটি কোড পাবেন তা লিখুন এবং ‘স্ট্যাটাস চেক করুন’-এ ক্লিক করুন
  • আপনি স্ক্রিনে আপনার আধার নম্বর বা আধার কার্ডের স্থিতি দেখতে পাবেন
Next Article