নয়া দিল্লি: সাধারণ মানুষের জন্য আশ্রয় বা বাসস্থান একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যেভাবে বাড়ি বা ফ্ল্যাটেক দাম দিনে দিনে বাড়ছে, তাতে মধ্যবিত্তের পক্ষে স্বপ্নের বাড়ি স্বপ্নই রয়ে যাচ্ছে। তাই আসন্ন বাজেট ঘিরে সেই সব মানুষের প্রত্যাশা তুঙ্গে। পুরো রিয়েল এস্টেট সেক্টর জুড়েই তৃতীয় মোদী সরকারের কাছ থেকে রয়েছে বেশ কিছু প্রত্যাশা।
সংবাদমাধ্যমে এক রিয়েল এস্টেট সংস্থার কর্ণধার অনুজ পুরী জানিয়েছেন, কর ছাড় সহ একাধিক প্রত্যাশা রয়েছে এবারের বাজেট থেকে। তিনি মনে করেন, রিয়েল এস্টেট সেক্টরের ক্ষেত্রে শুধু শহর এলাকায় নয়, প্রত্যন্ত এলাকায় কীভাবে নতুন নির্মাণ করা যায়, সেদিকেও নজর দেওয়া দরকার।
তথ্য বলছ, ভারতের হাউজিং সেক্টরের অর্থনৈতিক অগ্রগতি হচ্ছে। বিশেষত সাত শহরে বাড়ি বা ফ্ল্যাটের বিক্রি অনেকটাই বেড়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষে বিক্রি বেড়ে হয়েছে ৪.৯৩ লক্ষ ইউনিট, যা সর্বকালের রেকর্ড।
তবে বিভিন্ন সংস্থার কর্তারা মনে করছেন, মধ্যমানের বা বিলাসবহুল বাড়ি বিক্রি বাড়ছে, কিন্তু এই প্রবণতা বেশিদিন থাকতে পারে না। তাঁরা মনে করছেন, কম খরচে বাড়ি বিক্রি করতে না পারলে উন্নতি দীর্ঘস্থায়ী হবে না। সাধারণের সাধ্যের মধ্যে থাকবে, এমন বাড়ি বিক্রি কমে গিয়েছে আগেই। সেই দিকে বাজেটে নজর দেওয়া হোক, এমনটাই চাইছেন কর্ণধাররা।
এছাড়া ২০২২ সালে শেষ হয়ে গিয়েছে আবাস সংক্রান্ত স্কিমের। কাঁচা বাড়িকে পাকা বাড়ি করার ভর্তুকিও আর দেওয়া হচ্ছে না। সেগুলি আবার চালু করা হলে উপকৃত হবে সাধারণ মানুষ। অর্থাৎ স্বপ্নের বাড়ি যাতে সাধ্যের মধ্যে পাওয়া যায়, সেই অপেক্ষাতেই আছে সাধারণ মানুষ।