নয়া দিল্লি: মঙ্গলবার রাতে মৃত্যু হয়েছে সাহারা কর্তা সুব্রত রায়ের। তাঁর মৃত্যুর পর আলোচনায় উঠে এসেছে সেবি-র অ্যাকাউন্টে পড়ে থাকা ২৫ হাজার কোটি টাকা। সুব্রত রায়ের কাছ থেকে উদ্ধার করা হয়েছিল এই টাকা। অভিযোগ ছিল, বহু বিনিয়োগকারীর কাছ থেকে বেআইনিভাবে টাকা নিয়েছিল সাহারা গ্রুপ।
২০১১ সালে সেবি নির্দেশ দিয়েছিল, সাহারা গ্রুপের দুটি কোম্পানি, সাহারা ইন্ডিয়া রিয়েল এস্টেট কর্পোরেশন লিমিটেড এবং সাহারা হাউজিং ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেড-কে বিনিয়োগকারীদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দিতে হবে। ওই দুই সংস্থাই নিয়ম ভেঙে তহবিল সংগ্রহ করেছিল বলে অভিযোগ ওঠে।
এই নিয়ে দীর্ঘ আইনি লড়াই চলে। ২০১২ সালের ৩১ অগস্ট সুপ্রিম কোর্ট সেবি-র সেই নির্দেশ বহাল রাখে। দুই সংস্থাকে ১৫ শতাংশ সুদে বিনিয়োগকারীদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর, সেই বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য প্রায় ২৪ হাজার কোটি টাকা জমা দিতে বলা হয়েছিল সাহারা-কে। তবে ওই গ্রুপের দাবি, ইতিমধ্যে ৯৫ শতাংশের বেশি বিনিয়োগকারীকে সরাসরি টাকা ফেরত দিয়ে দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, বিনিয়োগকারীদের টাকা পরিশোধ করার জন্য যে বিশেষ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছিল, সেখানে টাকার পরিমাণ বেড়ে হয়েছে ২৫ হাজার কোটি টাকারও বেশি। বর্তমানে সেই ঋণ পরিশোধের অ্যাকাউন্টে ব্যালান্স বেড়েছে প্রায় ১,০৮৭ কোটি টাকা।
জানা গিয়েছে, ৪৮ হাজার ৩২৬ টি অ্যাকাউন্ট সম্পর্কিত আবেদন জমা পড়েছিল সেবি-র কাছে। তার মধ্যে। তাতে মোট ১৩৮.০৭ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে সেবি-র তরফে। বাকি আবেদনগুলি খতিয় দেখা হয়েছে। সাহারা গ্রুপের উভয় কোম্পানির দেওয়া তথ্যের মাধ্যমে খুঁজে না পাওয়ায় তা গৃহীত হয়নি।