NPS Scheme: এনপিএস প্রকল্প থেকে কীভাবে হবে অতিরিক্ত আয়? জেনে নিন…

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Aug 03, 2022 | 7:06 PM

Schemes for Retirement: এমনকী এনপিএসে টাকা বিনিয়োগ করলে, সুদের হারও অন্যান্য সংস্থার থেকে অনেকটাই বেশি।

NPS Scheme: এনপিএস প্রকল্প থেকে কীভাবে হবে অতিরিক্ত আয়? জেনে নিন...
ছবি- প্রতীকী চিত্র

Follow Us

নয়া দিল্লি: ন্যাশনাল পেনশন স্কিম অথবা এনপিএস অবসরের পর অনেক বেশি সুযোগ সুবিধা দিয়ে থাকে। এমনকী এনপিএসে টাকা বিনিয়োগ করলে, সুদের হারও অন্যান্য সংস্থার থেকে অনেকটাই বেশি। সেই কারণে অনেকে এই অবসর প্রকল্পে টাকা বিনিয়োগ শুরু করেছেন। এই প্রকল্পে আপনি যখন বিনিয়োগ করতে হলে অটো চয়েস এবং অ্যাক্টিভ চয়েস নামে দুটি বিকল্প পাবেন। তবে একটা বড় অংশের মানুষের কাছে এখনও এই প্রকল্পের কথা অজানা। কী ভাবে এই প্রকল্প থেকে সুবিধা পাবেন এবং প্ল্যানগুলিই বা কীভাবে বেছে নেবেন জেনে নিন…

  1. নিজের কর্মজীবনে এনপিএসে আপনি নিয়মিত বিনিয়োগ করতে পারেন। ৬০ বছর বয়স অবধি এই প্রকল্পে বিনিয়োগ করা সম্ভব।
  2. এই অ্যাকাউন্টে জমা করা টাকার মোট পরিমাণের ৬০ শতাংশ এক সঙ্গে তোলা যেতে পারে। তবে বার্ষিক অর্থের ৪০ শতাংশ দিয়ে ক্রয় করতে হবে। এই প্রকল্প থেকে পেনশন আকারে নিয়মিত আয় হবে।
  3. গ্রাহকরা সাধারণত এনপিএসের ইক্যুইটি, কর্পোরেট বন্ড এবং সরকারি সিকিউরিটিতে বিনিয়োগ করতেই অভ্যস্ত।
  4. বিনিয়োগকারী তাঁর বিনিয়োগে রাখা ইকুইটি এবং ঋণের পরিমাণ জানতে অটো এবং অ্যাক্টিভরে মতো দুটি বিকল্প পেয়ে থাকেন।
  5. এনপিএস-এ আয়করের বিভিন্ন সুবিধাও রয়েছে। এনপিএসে বিনিয়োগকারীরা একাধিক সুযোগ সুবিধা ও ছাড় পাবেন। ম্যাচুরিটির সময় বিনিয়োগকারীরা কর ছাড়ের সুবিধা পাবেন।
  6. এনপিসে জমা টাকাও সম্পূর্ণভাবে আয়কর মুক্ত। যদি কোনও ব্যক্তি এনপিসে বিনিয়োগ করেন, বিনিয়োগের সময়ও তিনি আয়করে ছাড় পাবেন।
Next Article