নয়া দিল্লি: ইউপিআই-এর মাধ্যমে লেনদেনের প্রবণতা অনেকটাই বেড়েছে গত কয়েক বছরে। আর এবার এল ইউপিআই এটিএম। দেশে প্রথমবার চালু হল এই পরিষেবা। এটি ব্যবহার করলে ডেবিট কার্ড ব্যবহার করলেও ঝুঁকি থাকবে না খুব একটা। কার্ড ছাড়াই ব্যাঙ্ক থেকে তোলা যাবে টাকা।
হিতাচি পেমেন্ট সার্ভিস ও ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া যৌথভাবে এই পরিষেবা চালু করেছে। কার্ড থেকে জালিয়াতি হওয়ার সম্ভাবনা কমবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সাধারণত কার্ডের পিন নম্বর ও অন্যান্য তথ্য চুরি করে জালিয়াতি করার চেষ্টা হয়। তবে নতুন এই পরিষেবার ক্ষেত্রে আলাদা করে ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করতে হবে না।
জানা যাচ্ছে ইউপিআই এটিএম-এর মাধ্যমে অনেক সহজে লেনদেন করা যাবে। বিশেষত যে সব জায়গায় এটিএম-এর অভাব রয়েছে, সেখানে খুবই সুবিধা হবে সাধারণ মানুষের। হিতাচির ম্যানেজিং ডিরেক্টর সুমিল ভিকামসে জানিয়েছেন, দেশ জুড়ে ইউপিআই-এর ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
কার্ড ছাড়া লেনদেনের বিষয়টি আগেও ছিল। তবে এবার ইউপিআই এটিএম-এ কিউ আর কোডের মাধ্যমে লেনদেন করা যাবে বলে জানা গিয়েছে। এই পরিষেবা পাওয়ার জন্য ফোনে অবশ্যই থাকতে হবে ইউপিআই অ্যাপ।