EPFO: ঘরে বসেই তুলুন প্রভিডেন্ট ফান্ডের টাকা, কোন ফর্মে আবেদন করবেন জেনে নিন

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Apr 11, 2023 | 12:39 AM

আপনি ঘরে বসেই সহজেই আপনার EPF অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন। এর জন্য আপনার কোথাও যাওয়ার দরকার নেই।

EPFO: ঘরে বসেই তুলুন প্রভিডেন্ট ফান্ডের টাকা, কোন ফর্মে আবেদন করবেন জেনে নিন

Follow Us

নয়াদিল্লি: আপনি যদি সরকারি বা বেসরকারি কর্মচারী হন। বেতন পাওয়ার পরও হঠাৎ টাকার প্রয়োজন হলে কী করবেন? এমন পরিস্থিতিতে যদি আপনি আপনার EPF অ্যাকাউন্ট থেকে টাকা তোলার কথা ভাবছেন এবং টাকা তুলতে সমস্যা হচ্ছে তাহলে আপনার আতঙ্কিত হওয়ার দরকার নেই। কারণ আপনি ঘরে বসেই সহজেই আপনার EPF অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন। এর জন্য আপনার কোথাও যাওয়ার দরকার নেই। আপনি যদি ঘরে বসে আপনার EPF অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে চান, তাহলে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ অনুসরণ করতে হবে। তা করলে EPFO আপনার অ্যাকাউন্টে আপনার টাকা স্থানান্তর করবে। কোন খাতে টাকা তুলতে কোন ফর্ম ব্যবহার করতে হবে জেনে নিন।

ফর্ম 10C: আপনি NEPS স্কিমে আপনার কোম্পানির অবদান থেকে টাকা তুলতে এই ফর্মটি ব্যবহার করতে পারেন।

ফর্ম 10D: আপনি মাসিক পেনশন পেতে এই ফর্মটি ব্যবহার করতে পারেন।

ফর্ম 31: এই ফর্মটি আপনার EPF অ্যাকাউন্ট থেকে ঋণ নিতে এবং টাকা তুলতে ব্যবহার করা হয়।

ফর্ম 13: এই ফর্মটি আপনাকে একটি চাকরি থেকে অন্য চাকরিতে আপনার তহবিল স্থানান্তর করতে দেয়। এটি নিশ্চিত করে যে আপনার তহবিল এক জায়গায় রয়েছে।

ফর্ম 20: এই ফর্মটি ব্যবহার করে আপনার পরিবারের সদস্যরা বা মনোনীত কর্মচারীর মৃত্যুর ক্ষেত্রে PF তহবিল পেতে পারেন এবং আপনার পরিষেবা ১০ বছরের কম হলেও এটি প্রযোজ্য।

ফর্ম 51F: ফর্ম 51F আপনার মনোনীত কর্মচারীদের ডিপোজিট লিঙ্কড ইন্স্যুরেন্সের বীমা সুবিধা দাবি করতে ব্যবহার করতে পারেন।

Next Article