EPFO Scheme: ২০ হাজার বেতনেই জমানো সম্ভব এক কোটি টাকা! EPFO এর ‘সিক্রেট কৌশল’ ফাঁস বিশেষজ্ঞদের

Avra Chattopadhyay |

Jan 09, 2025 | 3:04 PM

EPFO Scheme: EPF এর বার্ষিক সুদের ভিত্তিতে যদি দেখা যায়, একজন ২০ হাজার টাকা বেতনভুক্ত কর্মীও তার গোটা কর্ম জীবনে এক কোটি টাকা জমাতে পারবে।

EPFO Scheme: ২০ হাজার বেতনেই জমানো সম্ভব এক কোটি টাকা! EPFO এর সিক্রেট কৌশল ফাঁস বিশেষজ্ঞদের
Image Credit source: Avishek Das/SOPA Images/LightRocket via Getty Images

Follow Us

কলকাতা: এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ডে ১ কোটি টাকা নিয়ে অবসর নিতে চান? ২০ হাজার টাকার মতো সামান্য বেতনেই EPFOতে এক কোটি টাকা নিয়ে অবসর নেওয়া সম্ভব, এমনটাই বলছেন আর্থিক বিশেষজ্ঞরা।

১৯৫২ সালের EPF স্কিম অ্যাক্ট, ১৯৭৬এর EDLI অ্যাক্ট ও পেনশন স্কিমের আওতাতেই EPFO ফান্ডের সুবিধা দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার। বিগত কয়েক বছরে EPFO তে সুদ বাড়ানোর দিকেও অনেকটাই নজর দিচ্ছে কেন্দ্র।

গত বছরই বেড়েছে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ডের সুদের হার। ০.১০ শতাংশ বৃদ্ধি পেয়ে বর্তমানে বার্ষিকী ৮.২৫ শতাংশ সুদ পাচ্ছে EPFO এর সদস্যরা। যার জেরে বেশ চওড়া হাসিই ফুটেছে ৭ কোটি সদস্যের মুখে।

কীভাবে বিনিয়োগ হয় EPFO তে?

কেন্দ্র সরকারের EPF স্কিমের আওতায় কর্মী ও যে সংস্থার সঙ্গে কর্মীটি যুক্ত উভয়কে মোট বেতনের ১২ শতাংশ করে এই স্কিমে বিনিয়োগ করতে হয়। যার ভিত্তিতে বার্ষিকী ৮.২৫ শতাংশ সুদ দিয়ে থাকে সরকার। জানিয়ে রাখা ভাল, এই EPF কিন্তু একেবারেই কর-মুক্ত।

২০ হাজার থেকে এক কোটির সফর

EPF এর বার্ষিক সুদের ভিত্তিতে যদি দেখা যায়, একজন ২০ হাজার টাকা বেতনভুক্ত কর্মীও তার গোটা কর্ম জীবনে এক কোটি টাকা জমাতে পারবে। এবং অবসরকালে সেই টাকা ভোগ করতে পারবে।

আর্থিক বিশেষজ্ঞদের মতে, যদি কোনও কর্মী মোট ৩০ বছর পর্যন্ত টানা EPFO তে বিনিয়োগ করে। তাহলে তার অবসরের সময়ই EPFO ফান্ডে প্রায় এক কোটি টাকা জমে যাবে। সেক্ষেত্রে তার বেতন অন্ততপক্ষে ২০ হাজার টাকা হতেই হবে। অবশ্য এই অঙ্কটি একটু শর্তসাপেক্ষ। বিশেষজ্ঞদের মতে, এই ক্ষেত্রে সেই ২০ হাজার টাকা বেতনভুক্ত কর্মীকে প্রতি বছর অন্ততপক্ষে ৫ শতাংশ হারে বেতন বৃদ্ধি করাতে হবে।

Next Article