Investment: ২৫ হাজারের বেতনেও কোটিপতি হওয়া সম্ভব, মানুন শুধু এই মন্ত্র

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 03, 2025 | 3:54 PM

Investment Plan: লাখ লাখ টাকার উপার্জনেই কোটিপতি হওয়া সম্ভব- এটা সম্পূর্ণ সঠিক ধারণা নয়। অল্প বেতনে যেমন ২৫ হাজার টাকাতেও কোটিপতি হওয়া যায়। তার জন্য অনুসরণ করতে হবে ৭০:১৫:১৫ ফর্মুলা।

Investment: ২৫ হাজারের বেতনেও কোটিপতি হওয়া সম্ভব, মানুন শুধু এই মন্ত্র
প্রতীকী চিত্র।
Image Credit source: Getty Image

Follow Us

নয়া দিল্লি: ধনী হওয়ার স্বপ্ন কে না দেখে? বাস্তব জীবনে টাকার খুবই প্রয়োজন। তবে সকলেই তো আর রাতারাতি ধনী হয়ে যান না। এর পিছনে থাকে কঠোর পরিশ্রম। সেই সঙ্গে প্রয়োজন সঞ্চয়েরও। আর সঞ্চয় যদি বুদ্ধিমত্তার সঙ্গে করা যায়, তবে কোটিপতি হওয়ার জন্য আজীবন খেটে চলার দরকার পড়বে না। রইল সেই গোপন ফর্মূলাই-

লাখ লাখ টাকার উপার্জনেই কোটিপতি হওয়া সম্ভব- এটা সম্পূর্ণ সঠিক ধারণা নয়। অল্প বেতনে যেমন ২৫ হাজার টাকাতেও কোটিপতি হওয়া যায়। তার জন্য অনুসরণ করতে হবে ৭০:১৫:১৫ ফর্মুলা।

কী এই ফর্মুলা- এখানে বেতনের ৭০ শতাংশই বরাদ্দ সাংসারিক ও ব্যক্তিগত খরচের জন্য বরাদ্দ। বাকি পড়ে রইল ৩০ শতাংশ, যা দুই ভাগে ১৫ শতাংশ করে বিভক্ত করতে হবে। এর মধ্যে ১৫ শতাংশ জমান ইমার্জেন্সি ফান্ড হিসাবে আর বাকি ১৫ শতাংশ দিয়ে এসআইপি করুন। সেক্ষেত্রে আপনার এসআইপির অঙ্ক হবে ৩৭৫০ টাকা।

বেতন তো আর আজীবন ২৫ হাজার টাকাই থাকবে না। তাই বছর বছর বেতন বাড়ার সঙ্গে সঙ্গে এসআইপি-তে বিনিয়োগও ১০ শতাংশ করে বাড়ান। এই ফর্মুলা অনুসরণ করে আপনি যদি ২৫ বছর ধরে টানা টাকা জমান এবং আপনার গড়ে বার্ষিক রিটার্ন যদি ১২ শতাংশ হয়, তবে ২৫ বছরে আপনি ২.৯৫ কোটি টাকা বিনিয়োগ করবেন। আর আপনার জমা টাকার অঙ্কটা হবে ১০.৬৮ কোটি টাকা। যদি রিটার্ন ১২ শতাংশেরও বেশি হয়, তবে আপনার জমা টাকার পরিমাণও আরও বেশি হবে।

Next Article