১০ হাজার টাকা জরিমানা দিতে হবে! আপনিও প্যান কার্ডে এই ভুল করে বসে নেই তো?
Pan Card: শুধুমাত্র আয়কর রিটার্ন দাখিলের জন্য নয়, ব্যাঙ্কিং থেকে বিনিয়োগ, সম্পত্তি ক্রয়-বিক্রয়, ঋণ নেওয়া- একাধিক কাজেই প্যান কার্ডের প্রয়োজন পড়ে। এবার প্যান কার্ড যাদের কাছে রয়েছে, তাদের জন্য এল বড় নির্দেশ।

নয়া দিল্লি: অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি প্যান কার্ড। শুধু আয়কর জমা দেওয়া নয়, আরও একাধিক গুরুত্বপূর্ণ কাজে লাগে প্যান কার্ড। এবার প্যান কার্ড যাদের কাছে রয়েছে, তাদের জন্য এল বড় নির্দেশ। আপনিও যদি এই ভুল করেন, তবে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
অনেকেই জানেন না যে তাদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে পড়েছে। সেটি আর বৈধ নয়। সেই কার্ডই অনেকে ব্যবহার করে চলেছেন। এই ভুল যারা করছেন, তাদের বিরুদ্ধেই এবার কড়া পদক্ষেপ করতে চলেছে আয়কর বিভাগ। যদি কোনও ব্যক্তির প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে পড়ে, তবে তাকে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।
শুধুমাত্র আয়কর রিটার্ন দাখিলের জন্য নয়, ব্যাঙ্কিং থেকে বিনিয়োগ, সম্পত্তি ক্রয়-বিক্রয়, ঋণ নেওয়া- একাধিক কাজেই প্যান কার্ডের প্রয়োজন পড়ে। যদি কোনও ব্যক্তি এই ধরনের কাজের জন্য প্যান কার্ড ব্যবহার করেন এবং তা নিষ্ক্রিয় হয়, তবে আয়কর আইনের ২৭২ বি ধারার অধীনে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।
কীভাবে বুঝবেন আপনার প্যান কার্ড সক্রিয় রয়েছে কি না?
যদি কোনও ব্যক্তি আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করান, তবে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যায়। সরকার বহু দিন আগেই নির্দেশ দিয়েছিল, আধার ও প্যান কার্ডের লিঙ্ক করা বাধ্যতামূলক। ২০২৩ সালের ৩০ জুন মাস পর্যন্ত বিনামূল্যে আধার-প্যান কার্ড লিঙ্ক করানোর সময়সীমা ছিল। এর পরে যারা আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করাতে চাইবেন, তাদের ১০০০ টাকা জরিমানা দিতে হবে।
আধার-প্যান কার্ড লিঙ্ক রয়েছে কি না, কীভাবে দেখবেন?
আপনার আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করা রয়েছে কি না, তা দেখার জন্য আয়কর বিভাগের ই-ফাইলিং ওয়েবসাইটে যান এবং চেক প্যান অপশনে ক্লিক করুন। এবার পুরো নাম, জন্ম তারিখ, প্যান নম্বর, আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরটি দিন। মোবাইলে আসা ওটিপি দিলেই জানা যাবে আধার ও প্যান কার্ড লিঙ্ক রয়েছে কি না।





