ভোপাল: নন টিচিং গ্রুপ-সি পোস্টে ২৩৩ জনকে নিয়োগ করবে এমস ভেপাল। এই পদের জন্য এমস ভোপালের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। ইতিমধ্যেই এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানে বিভিন্ন পদে কত জনকে নেওয়া হবে তা বিস্তারিত জানানো হয়েছে। কম্পিউটার বেসড পরীক্ষা, স্কিল টেস্টের মাধ্যমে আবেদনকারীদের নিয়োগ করা হবে।
এমস ভোপালের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সোশ্যাল ওয়ার্কার পদে ২ জন, অফিস অ্যাটেন্ড্যান্ট (মাল্টিটাস্কিং) পদে ৪০ জন, লোয়ার ডিভিশন ক্লার্ক হিসাবে ৩২ জন, স্টেনোগ্রাফার হিসাবে ৩৪ জন, ড্রাইভার হিসাবে ১৬ জন, জুনিয়র ওয়ার্ডেন হিসাবে ১০ জন, ডিসেকশন হল অ্যাটেন্ডার হিসাবে ৮ জন, আপার ডিভিশন ক্লার্ক হিসাবে ২ জন, ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে ২ জন, জুনিয়র স্কেল স্টেনো ১ জন, সিকিউরিটি কাম ফায়ার জমাদার ১ জন এবং স্টোর কিপার হিসাবে ৮৫ জনকে নিয়োগ করা হবে।
৬ অক্টোবর থেকে এই পদের জন্য আবেদন গ্রহণ শুরু হবে। তা চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। অনলাইনে এমস ভোপালের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন কতরে হবে। এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন এই লিঙ্কে ক্লিক করে।