AIIMS Recruitment: চাকরির বড় সুযোগ দিচ্ছে AIIMS, কীভাবে আবেদন করবেন জেনে নিন

AIIMS Recruitment 2023: অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্স দেওঘরে মোট ৭৩ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। বিভিন্ন বিভাগে শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

AIIMS Recruitment: চাকরির বড় সুযোগ দিচ্ছে AIIMS, কীভাবে আবেদন করবেন জেনে নিন
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: May 29, 2023 | 8:30 AM

নয়া দিল্লি: চাকরি প্রার্থীদের জন্য সুখবর। অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সে(All India Institute of Medical Science) চলছে কর্মী নিয়োগ। অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্স দেওঘরে মোট ৭৩ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। বিভিন্ন বিভাগে শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা এইমস দেওঘরের অফিসিয়াল ওয়েবসাইট aiimsdeoghar.edu.in – এ গিয়ে বিস্তারিত তথ্য জানতে এবং আবেদন করতে পারেন।

শূন্য়পদ-

প্রফেসর- মোট ২৬টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

অ্যাডিশনাল প্রফেসর- মোট ১৬টি শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে।

অ্যাসোসিয়েট প্রফেসর- মোট ১১টি শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে।

অ্যাসিস্টেন্ট প্রফেসর- মোট ১৯টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

অ্যাসোসিয়েট প্রফেসর (রিডার) – ১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখ-

এইমস দেওঘরের তরফে জানানো হয়েছে, প্রথম রাউন্ডে আবেদনের সফট কপি জমা দেওয়ার শেষ তারিখ ১০ জুন। হার্ড কপি জমা দেওয়ার শেষ তারিখ ১৭ জুন।

দ্বিতীয় রাউন্ডে সফট কপি জমা দেওয়ার শেষ তারিখ ১৫ জুলাই, এবং হার্ড কপি জমা দেওয়ার শেষ তারিখ ২২ জুলাই।

তৃতীয় রাউন্ডে সফট কপি জমা দেওয়ার শেষ তারিখ ১০ সেপ্টেম্বর এবং হার্ড কপি জমা দেওয়ার শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর।

চতুর্থ রাউন্ডে সফট কপি জমা দেওয়ার শেষ তারিখ ১৫ নভেম্বর ও হার্ড কপি জমা দেওয়ার শেষ তারিখ ২২ নভেম্বর।

পঞ্চম তথা শেষ রাউন্ডে সফট কপি জমা দেওয়ার শেষ তারিখ আগামী বছরের ১০ ফেব্রুয়ারি ও হার্ড কপি জমা দেওয়ার শেষ তারিখ ১৭ ফেব্রুয়ারি।