কল্যাণী: ব্লাড সেন্টারে টেকনিশিয়ানের পদে লোক নেবে এমস কল্যাণী। ওই পদে নিয়োগের জন্য বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকারের ওই হাসপাতাল। ব্লাড সেন্টারের টেকনিশিয়ান হিসাবে ২ জনকে নেওয়া হবে। এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়সের সময়সীমার বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। বেতনের বিষয়টিও উল্লেখিত হয়েছে বিজ্ঞপ্তিতে। এমস কল্যাণীর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এ ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন আবেদনে ইচ্ছুকরা।
ব্লাড টেকনিশিয়ানের পদে আবেদনের জন্য বয়স সীমা হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। শূন্যপদ রয়েছে মাত্র ২টি। এই পদে আবেদনের জন্য মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে। জেনারাল, ওবিসি ক্যাটিগরির আবেদনকারীদের ৫০০টাকা ফি জমা দিতে হবে। সেখানে এসটি, এসসিদের দিতে হবে ২৫০ টাকা।
এমস কল্যাণীতে আবেদনের পর বাছাই হওয়া আবেদনকারীদের ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য আবেদনকারীকে বাছাই করবেন কর্তৃপক্ষ। চুক্তির মাধ্যমে এই পদে নিয়োগ করা হবে। প্রতিমাসে বেতন দেওয়া হবে ২৬ হাজার ১০০ টাকা।