AIIMS Recruitment 2023: দেশের সবথেকে বড় চিকিৎসাকেন্দ্র AIIMS-এ চলছে কর্মী নিয়োগ, আবেদন করুন এইভাবে

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jun 26, 2023 | 7:51 AM

AIIMS Recruitment 2023: গত ২৪ জুন থেকে এই শূন্যপদে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ২৩ জুলাই অবধি এই শূন্যপদে আবেদন করা যাবে।

AIIMS Recruitment 2023: দেশের সবথেকে বড় চিকিৎসাকেন্দ্র AIIMS-এ চলছে কর্মী নিয়োগ, আবেদন করুন এইভাবে
ফাইল চিত্র
Image Credit source: AIIMS Nagpur

Follow Us

নয়া দিল্লি: চিকিৎসা ক্ষেত্রে কাজের দারুণ সুযোগ। অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সের তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। এইমস নাগপুরে চলছে ফ্যাকাল্টি পদে কর্মী নিয়োগ। আগ্রহী আবেদনকারীরা সরাসরি এইমসের অফিসিয়াল ওয়েবসাইট  aiimsnagpur.edu.in- এ গিয়ে আবেদন জানাতে পারেন। এইমস নাগপুরের তরফে জানানো হয়েছে, মোট ৫৮টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখ-

গত ২৪ জুন থেকে এই শূন্যপদে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ২৩ জুলাই অবধি এই শূন্যপদে আবেদন করা যাবে।

শূন্যপদ-

প্রফেসর- মোট ১১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

অতিরিক্ত প্রফেসর- মোট ৯টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

অ্যাসোসিয়েট প্রফেসর- মোট ১৫টি শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে।

অ্য়াসিস্টেন্ট প্রফেসর- মোট ২৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

আবেদন ফি-

এই শূন্য়পদে আবেদনের জন্য জেনারেল, ওবিসি ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির আবেদনকারীদের ২০০০ টাকা আবেদন করতে হবে। তবে জনজাতি, উপজাতিদের ক্ষেত্রে মাত্র ৫০০ টাকা আবেদন ফি দিতে হবে। অবসরপ্রাপ্ত ফ্যাকাল্টি ও বিশেষভাবে সক্ষমদের কোনও আবেদন ফি দিতে হবে না।

Next Article