নয়া দিল্লি: করোনাকালে আমাদের জীবনযাত্রা বদলে গিয়েছে অনেকটাই। যুব প্রজন্মের অধিকাংশই আজকাল আর লেখাপড়া শেষ করে ৯টা-৫টার চাকরি করতে চায় না। তাদের ইচ্ছা থাকে বাকিদের থেকে অন্য কিছু করার। অনেকেই আবার স্বপ্ন দেখেন আকাশে ওড়ার। আপনার মনেও যদি এই আকাশ ছোঁয়ার ইচ্ছা থাকে এবং আপনি চাকরির খোঁজে থাকেন, তবে আপনার জন্য রয়েছে দারুণ খবর। এয়ার ইন্ডিয়ায় কেবিন ক্রু পদে চলছে নিয়োগ। এই চাকরির আবেদনে বিশেষ সুবিধা হল, এর জন্য আপনাকে লিখিত কোনও পরীক্ষা দিতে হবে না। কেবল ইন্টারভিউয়ের মাধ্যমেই যোগ্য প্রার্থী বেছে নেওয়া হবে। কীভাবে এই পদে আবেদন করবেন, তা বিস্তারিত জেনে নিন-
এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে কলকাতা, মুম্বই, বেঙ্গালুরু ও হায়দরাবাদে এয়ার ইন্ডিয়ার শাখায় কেবিন ক্রু পদে নিয়োগ করা হবে।
২৪ মে থেকে আগামী ৮ জুন অবধি ইন্টারভিউ চলবে। বিভিন্ন শহর ভিত্তিক এই ইন্টারভিউয়ের দিন ধার্য করা হয়েছে।
আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। এছাড়া যারা অভিজ্ঞতা সম্পন্ন, তারাও এই পদের জন্য আবেদন করতে পারেন। অভিজ্ঞতা সম্পন্নদের জন্য বয়সের উর্ধ্বসীমা ৩২ বছর।
আবেদনকারীকে অবশ্যই কোনও স্বীকৃত বোর্ড তার সমতুল্য কোনও বোর্ড থেকে দ্বাদশ শ্রেণিতে ৬০ শতাংশ নম্বর সহ উত্তীর্ণ হতে হবে। এছাড়া আবেদনকারীকে অবশ্যই হিন্দি ও ইংরেজি জানতে হবে।
আবেদনকারীর স্বাভাবিক দৃষ্টিশক্তি থাকতে হবে।
আবেদনকারী মহিলাদের উচ্চতা ১৫৭ সেমি এবং পুরুষ প্রার্থীদের উচ্চতা ১৭২ সেমি হতে হবে।