AAI Recruitment 2022: পুজোর মুখে বিমানবন্দরে চলছে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ, বেতন শুরু ৩৬ হাজার থেকে…

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 27, 2022 | 8:26 AM

AAI Recruitment 2022: পুজোর আগেই বিমানবন্দর কর্তৃপক্ষও প্রকাশ করল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। এয়ারপোর্ট অথারিটি অব ইন্ডিয়ার তরফে জুনিয়র অ্যাসিস্টেন্ট ও সিনিয়র অ্যাসিস্টেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে।

AAI Recruitment 2022: পুজোর মুখে বিমানবন্দরে চলছে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ, বেতন শুরু ৩৬ হাজার থেকে...
কলকাতা বিমানবন্দর (ফাইল চিত্র)

Follow Us

কলকাতা: পুজোর আগেই রাজ্য়ে তৈরি হয়েছে একাধিক কর্মসংস্থানের সুযোগ। বর্তমানে একাধিক সরকারি-বেসরকারি ক্ষেত্রে চলছে কর্মী নিয়োগ। পুজোর আগেই বিমানবন্দর কর্তৃপক্ষও প্রকাশ করল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। এয়ারপোর্ট অথারিটি অব ইন্ডিয়ার তরফে জুনিয়র অ্যাসিস্টেন্ট ও সিনিয়র অ্যাসিস্টেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে। চলতি মাসের শুরু থেকেই এই পদগুলিতে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ সেপ্টেম্বর অবধি।

এয়ারপোর্ট অথারিটি অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, দক্ষিণ ভারতে, মূলত চেন্নাইয়ে জুনিয়র ও সিনিয়র অ্যাসিস্টেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদগুলি হল-

জুনিয়র অ্য়াসিস্টেন্ট (ফায়ার সার্ভিস)- ১৩২ টি শূন্যপদ রয়েছে।

জুনিয়র অ্যাসিস্টেন্ট (অফিস)- মোট ১০টি শূন্যপদ রয়েছে।

সিনিয়র অ্যাসিস্টেন্ট (অ্যাকাউন্টস)- ১৩টি শূন্যপদ রয়েছে।

সিনিয়র অ্যাসিস্টেন্ট (অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ) –১টি শূন্যপদ রয়েছে।

বয়সসীমা-

আবেদনকারীদের বয়সসীমা ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে ওবিসিদের ক্ষেত্রে ৩ বছর ও এসসি-এসটিদের ক্ষেত্রে বয়সসীমায় ৫ বছর অবধি ছাড় দেওয়া হয়েছে।

বেতন-

জুনিয়র অ্যাসিস্টেন্ট (ফায়ার সার্ভিস)- ন্যূনতম বেতন শুরু হচ্ছে ৩১ হাজার টাকা থেকে। এই পদে সর্বোচ্চ বেতন ৯২ হাজার টাকা।

জুনিয়র অ্যাসিস্টেন্ট (অফিস)- এই পদে যাদের নিয়োগ করা হবে, তাদের বেতন ৩১ হাজার থেকে ৯২ হাজার টাকা হবে।

সিনিয়র অ্যাসিস্টেন্ট (অ্যাকাউন্ট)- এই পদে নিযুক্তদের বেতন ৩৬ হাজার টাকা থেকে ১ লক্ষ ১০ হাজার টাকা অবধি বেতন হবে।

সিনিয়র আ্যাসিস্টেন্ট (অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ)- এই পদেও বেতন শুরু হচ্ছে ৩৬ হাজার টাকা থেকে। সর্বোচ্চ বেতন ১ লক্ষ ১০ হাজার টাকা।

কোথায় পোস্টিং- তামিলনা়ডু, অন্ধ্র প্রদেশ, তেলঙ্গানা, কেরল, কর্নাটক, পণ্ডিচেরী ও লক্ষদ্বীপ।

Next Article