Anganwadi Recruitment: রাজ্যের জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগ, অনলাইনেই আবেদন করা যাবে

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Sep 29, 2022 | 1:10 AM

রাজ্যের এক জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। হুগলি জেলার চন্দননগর সাব ডিভিশনে ১২০ জন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে।

Anganwadi Recruitment: রাজ্যের জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগ, অনলাইনেই আবেদন করা যাবে
ছবি- প্রতীকী চিত্র

Follow Us

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। রাজ্যের এক জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। হুগলি জেলার চন্দননগর সাব ডিভিশনে ১২০ জন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে। ১৫ অক্টোবর অবধি অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করা যাবে। এই পদে আবেদনের জন্য কোন কোন যোগ্যতা প্রয়োজন, আবেদন পদ্ধতি বা কী, এক নজরে দেখে নেওয়া যাক…
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের জন্য কোনও স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি বা মাধ্যমিক পাশ করতে হবে। এছাড়াও ৩ বছরে অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
বয়স: আবেদনকারীদের বয়স ০১/০৪/২০২২ অনুযায়ী ৬৫ বছরের মধ্যে হতে হবে।
পরীক্ষা পদ্ধতি
আবেদনকারীদের ৫০ নম্বরের লিখিত ও মৌখিক পরীক্ষা হবে
৩৫ নম্বরের লিখিত পরীক্ষা হবে। অঙ্ক- ১০, ইংরেজি- ১০, জনস্বাস্থ্য এবং সমাজে নারীর স্থান এবং মর্যাদা- ১০, সাধারণ জ্ঞান- ৫ নম্বর
মৌখিক পরীক্ষা ৫ নম্বর থাকবে। তবে কবে পরীক্ষা নেওয়া হবে তা এখনও জানানো হয়নি।
আবেদন পদ্ধতি
প্রথমে হুগলি জেলার সরকারি ওয়েবসাইট https://hooghly.nic.in এ চলে যেতে হবে।
যথাযথভাবে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে
শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে
সাবমিটে ক্লিক করে আবেদনপত্র জমা দিতে হবে।
বিস্তারিত জানতে ও বিজ্ঞপ্তি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন
Next Article