২০২৪ সালে JEE Advanced পরীক্ষার ফি অনেকটাই বাড়ল, ঘোষিত পরীক্ষার দিন

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Dec 03, 2023 | 8:01 AM

এ বছর জেইই অ্যাডভ্যান্সড ২০২৪ পরীক্ষা হবে ২৬ মে। প্রথম পেপারের পরীক্ষা হবে সকাল ৯টা থেকে বেলা ১২টা অবধি। দ্বিতীয় পরীক্ষা হবে দুপুর ২.৩০টা থেকে বিকাল ৫.৩০ অবধি। জেইই মেন পাশ করার পর এই পরীক্ষা পাশ করতে পারলেই মেলে দেশের প্রথম সারির প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ।

২০২৪ সালে JEE Advanced পরীক্ষার ফি অনেকটাই বাড়ল, ঘোষিত পরীক্ষার দিন
প্রতীকী ছবি
Image Credit source: Twitter

Follow Us

চেন্নাই: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অ্যাডভান্সড ২০২৪ (JEE Advanced 2024) -এর অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি মাদ্রাজ (IIT Madras) ২০২৪ সালের এই পরীক্ষার আয়োজনের দায়িত্বে রয়েছে। তবে এ বছর আবেদনের ফি অনেকটা বেড়েছে। কবে থেকে আবেদন করা যাবে, পরীক্ষার দিন ইত্যাদি উল্লেখিত হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে।

জেইই অ্যাডভান্সড ২০২৪ পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করতে হবে। ২০২৪ সালের ২১ এপ্রিল থেকে এই পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে। তা চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। রেজিস্টার্ড প্রার্থীরা ৬ মে অবধি ফি জমা দিতে পারবেন। ভারতীয় নাগরিক আবেদনকারীদের ক্ষেত্রে ফি দিতে হবে ৩২০০ টাকা। যা আগে ছিল ২৯০০ টাকা। মহিলা এবং এসসি-এসটি আবেদনকারীদের ১৬০০ টাকা ফি দিতে হবে। আগে তা ছিল ১৪৫০ টাকা। সার্ক গোষ্ঠীভুক্ত দেশের আবেদনকারীদের ২০০ আমেরিকান ডলার ফি দিতে হবে। নন সার্ক দেশগুলির আবেদনকারীদের ১০০ আমেরিকান ডলার ফি দিতে হবে। আগে যা ছিল ১৮০ আমেরিকান ডলার। একমাত্র এই ফি কমেছে। বাকি সব ফি বেড়েছে।

জেইই মেন ২০২৪ পরীক্ষায় প্রথম আড়াই লক্ষ পরীক্ষার্থী জেইই অ্যাডভান্সড পরীক্ষায় বসতে পারবে। পর পর ২ বছর এই পরীক্ষায় বসা যাবে। ২০২৩ এবং ২০২৪ সালে যাঁরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তাঁরাই কেবলমাত্র ২০২৪ সালের অ্যাডভান্সড জেইই পরীক্ষায় বসতে পারবেন।

এ বছর জেইই অ্যাডভ্যান্সড ২০২৪ পরীক্ষা হবে ২৬ মে। প্রথম পেপারের পরীক্ষা হবে সকাল ৯টা থেকে বেলা ১২টা অবধি। দ্বিতীয় পরীক্ষা হবে দুপুর ২.৩০টা থেকে বিকাল ৫.৩০ অবধি। জেইই মেন পাশ করার পর এই পরীক্ষা পাশ করতে পারলেই মেলে দেশের প্রথম সারির প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ। এই লিঙ্কে ক্লিক করে দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তি

Next Article