নয়া দিল্লি: করোনা পরবর্তী সময়ে চাকরির বাজার এখনও দারুণভাবে চাঙ্গা না হলেও ধীরে ধীরে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে শুরু করেছে। যাঁরা দীর্ঘদিন ধরে সম্মানজনক চাকরির সন্ধানে রয়েছেন, তাদের জন্য বড় সুযোগ নিয়ে এল কেন্দ্রীয় সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)। ডিআরডিওর সেন্টার ফর পার্সোনাল ট্যালেন্ট ম্যানেজমেন্টের আওতায় এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জুনিয়র রিসার্চ ফেলো বা জেআরএফ পদে নিয়োগ করা হবে বলেই জানা গিয়েছে। drdo.gov.in এই ওয়েবসাইট থেকে এই পদের জন্য আবেদন করা যাবে। এই পদে আবেদনের জন্য কী কী প্রয়োজন, একনজরে দেখে নেওয়া যাক।
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে প্রথম বিভাগে বি.ই বা বি.টেক পাশ করে থাকতে হবে। পাশাপাশি নেট বা গেটও পাশ করে থাকতে হবে। প্রথম বিভাগে এম.ই বা এম.টেক পাশ হলেও আবেদন করা যাবে।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং/টেকনোলজি, কম্পিউটার সায়েন্স/টেকনোলজি এবং ইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড সিস্টেম ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, কম্পিউটার সায়েন্স/ইঞ্জিনিয়ারিং/টেকনোলজি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/টেকনোলজি, তথ্য বিজ্ঞান এবং প্রকৌশল/প্রযুক্তি, কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার নেটওয়ার্কিং- এই বিষয়গুলি নিয়ে স্নাতক বা স্নাতকোত্তর হলেই তবেই আবেদন করা যাবে।
বয়সসীমা ও বেতন
এই পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স ২৮ বছর হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
এই পদের জন্য নির্বাচিত হলে মাসিক ৩১ হাজার টাকা বেতনের পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী এইচআরএও মিলবে।
নিয়োগ প্রক্রিয়া
দিল্লির সেন্টার ফর পার্সোনাল ট্যালেন্ট ম্যানেজমেন্টে আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউ হবে। ইন্টারভিউ অনলাইন মাধ্যমেও হতে পারে। আবেদনের পর শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতেই প্রার্থী বাছাই হবে। শুধুমাত্র বাছাই হওয়া প্রার্থীরাই ইন্টারভিউ দিতে পারবেন।
বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।