Railway Jobs In West Bengal : মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর রয়েছে? তাহলে রেলের এই চাকরিতে করতে পারবেন আবেদন

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Sep 29, 2022 | 9:20 AM

Railway Jobs In West Bengal : পূর্ব রেলের বিভিন্ন শাখায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২৯ অক্টোবর অবধি করা যাবে আবেদন।

Railway Jobs In West Bengal : মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর রয়েছে? তাহলে রেলের এই চাকরিতে করতে পারবেন আবেদন
ফাইল ছবি

Follow Us

রেলে চাকরি করবে এই পরিকল্পনা নিয়ে অনেকেই স্কুল-কলেজে পড়াশোনা করে থাকেন। সেই উদ্দেশ্যে বিভিন্ন জায়গা থেকে কোর্সও করেন। শুধু অপেক্ষা থাকে সুযোগের। এবার বঙ্গের বাসিন্দাদের জন্য সেই সুযোগও চলে এল। পূর্ব রেলের বিভিন্ন শাখায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিন।

নিয়োগকারী সংস্থা :

ভারতীয় রেলওয়ে (Indian Railway)

পদের নাম :

শিক্ষানবিশ বা অ্যাপ্রেনটিস (Apprentice) হিসেবে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদের সংখ্যা :

৩,১১৫ টি পদের জন্য নিয়োগ করা হবে।

নিয়োগ স্থল ও শূন্যপদের বিন্যাস :

হাওড়া সাব ডিভিশনে ৬৫৯ টি

শিয়ালদহ সাব ডিভিশনে ৪৪০ টি

মালদা সাব ডিভিশনে ১৪৮ টি

আসানসোল সাব ডিভিশনে ৪১২ টি

জামালপুর ওয়ার্কশপে ৬৬৭ টি

কাঁচরাপাড়া ওয়ার্কশপে ১৮৭ টি

এবং লিলুয়া ওয়ার্কশপে ৬১২ টি পদের জন্য অ্যাপ্রেনটিস নিয়োগ করা হচ্ছে।

কোন পদে নিয়োগ করা হবে?

ফিটার, ওয়েল্ডার, মেক্যানিস্ট, প্রিন্টার, কার্পেন্টার, লাইন ম্যান, ইলেকট্রিশিয়ান সহ একাধিক বিভিন্ন পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা :

এই পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর পেতেই হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে NCVT/SCVT সার্টিফিকেট থাকতে হবে।

বয়সসীমা :

প্রার্থীর বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি :

আগ্রহী প্রার্থীরা অনলাইনেই করতে পারবেন আবেদন।

আবেদন মূল্য :

ওবিসি ও জেনারেল ক্যাটেগরির প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ১০০ টাকা করে দিতে হবে। তবে তফসিলি জাতি ও উপজাতিদের কোনও টাকা দিতে হবে না।

এক্ষেত্রে উল্লেখ্য, ইন্টারনেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করা যাবে।

আবেদনের শেষ তারিখ :

২৯ অক্টোবর অবধি করা যাবে আবেদন।

নিয়োগ পদ্ধতি :

কোনও লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নয়। আবেদনকারীদের নথিপত্র যাচাইয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানতে ক্লিক করুন

সরকারি ওয়েবসাইটে যেতে ক্লিক করুন

Next Article