Asha Worker Recruitment: রাজ্যের জেলায় আশা কো-অর্ডিনেটর নিয়োগ, মহিলা চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Nov 13, 2022 | 9:40 AM

বাঁকুড়া জেলার খাতড়া মহকুমাতে আশা কো-অর্ডিনেটর পদে নিয়োগ করা হবে। পদের নাম ব্লক প্রোগ্রাম কো-অর্ডিনেটর।

Asha Worker Recruitment: রাজ্যের জেলায় আশা কো-অর্ডিনেটর নিয়োগ, মহিলা চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ
ছবি- প্রতীকী চিত্র

Follow Us

মহিলা চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। বাঁকুড়া জেলার খাতড়া মহকুমাতে আশা কো-অর্ডিনেটর পদে নিয়োগ করা হবে। পদের নাম ব্লক প্রোগ্রাম কো-অর্ডিনেটর। আবেদনের জন্য অন্যান্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সহ, অন্যান্য তথ্য এক নজরে দেখে নেওয়া যাক…

শিক্ষাগত যোগ্যতা: যে কোনও স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সোশ্যাল সায়েন্স, সোশিওলজি, এমবিএ বা এমএসডাব্লু স্নাতকরা আবেদন করতে পারবেন। সাধারণ স্নাতক পাসরা ২ বছর কাজের অভিজ্ঞতা ও কম্পিউটার জানলে আবেদন করতে পারবেন।

বয়স: আবেদনকারীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতরা নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি: অফলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করে মুখবন্ধ খামে করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। খামের ওপর Application For The Post Of Block Program Co-Ordinator লিখতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: To, The Sub Divisional Officers, PO+PS Khatra, Dist-Bankura, Pin- 722140

আবেদনের শেষ তারিখ: ২ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। বিকেল ৫টার মধ্যে আবেদনপত্র পৌঁছতে হবে।

বিস্তারিত জানতে ও বিজ্ঞপ্তি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন

Next Article