ASHA Worker Recruitment : রাজ্যে ফের আশা কর্মী নিয়োগ করা হচ্ছে, আবেদন করা যাবে…

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Sep 05, 2022 | 9:00 AM

ASHA Worker Recruitment : জলপাইগুড়ি জেলায় মোট ৬১ টি পদে আশা কর্মী নিয়োগ করা হচ্ছে। আবেদন করতে হবে ২৩ সেপ্টেম্বরের মধ্যে।

ASHA Worker Recruitment :  রাজ্যে ফের আশা কর্মী নিয়োগ করা হচ্ছে, আবেদন করা যাবে...
ছবি: ফাইল চিত্র

Follow Us

রাজ্যের মহিলাদের জন্য বড় খবর। রাজ্যে ফের আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর আগেও রাজ্যের বিভিন্ন জেলায় আশা কর্মী নিয়োগের খবর প্রকাশ পেয়েছিল। এবার মহিলাদের জন্য আলো নিয়ে এল আশা কর্মী নিয়োগের খবর। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন।

পদের নাম :

আশা কর্মী (Asha Worker)

মোট শূন্যপদ :

মোট ৬১ টি পদের জন্য নিয়োগ করা হচ্ছে। এর মধ্যে ১১ টি সদর, ৭ টি বানারহাট, ২০ টি রায়গঞ্জ, ১৪ টি ময়নাগুড়ি এবং ৯ টি শূন্যস্থান রয়েছে ধুপগুড়িতে।

শিক্ষাগত যোগ্যতা :

এই পদে আবেদনের জন্য প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল্য যেকোনও পরীক্ষায় পাস করতে হবে। তবে এর থেকে বেশি শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন প্রার্থীরা।

বয়সসীমা :

৫ সেপ্টেম্বর অনুযায়ী, প্রার্থীর বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ছাড় থাকবে।

আবেদন পদ্ধতি :

ইচ্ছুক প্রার্থীরা কেবলমাত্র অফলাইনের মাধ্যমেই করতে পারবেন আবেদন। আবেদনপত্র পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা :

যেখানে আশা কর্মী নিয়োগ হবে সেখানকার সংশ্লিষ্ট বিডিও অফিসে এই আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ :

২৩ সেপ্টেম্বর বিকেল ৫ টার মধ্যে জমা দিতে হবে আবেদনপত্র।

এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জানতে ক্লিক করুন

সরকারি ওয়েবসাইট –https://jalpaiguri.gov.in/

Next Article