Axis Bank Recruitment 2022: আপনি কি স্নাতক? তবে AXIS Bank দিচ্ছে কাজের দারুণ সুযোগ, জেনে নিন আবেদনের পদ্ধতি

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

May 12, 2022 | 8:00 AM

Axis Bank Recruitment 2022: বিজনেস ডেভেলপমেন্ট এক্সেকিউটিভ পদে আবেদনকারীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সরাসরি অ্যাক্সিস ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট Https://Www.Axisbank.Com/ -এই লিঙ্ক থেকে আবেদন পত্র ডাউনলোড করতে হবে।

Axis Bank Recruitment 2022: আপনি কি স্নাতক? তবে AXIS Bank দিচ্ছে কাজের দারুণ সুযোগ, জেনে নিন আবেদনের পদ্ধতি
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: মন্দার বাজারে চাকরি খুঁজে পাওয়া যথেষ্ট কষ্টসাধ্য কাজ। করোনাকালে আর্থিক মন্দার জেরে ব্যাপক ছাঁটাইয়ের পর কর্মহীন হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। সংসারের হাল টানবার জন্য তারা হন্যে হয়ে চাকরি খুঁজছেন। কিন্তু শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও অনেকেই কোনও চাকরি জোগাড় করতে পারছেন না। এমনই চাকুরিপ্রার্থীদের সুযোগ দিচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক (AXIS Bank Recruitment 2022)। এই বেসরকারি ব্যাঙ্কে শুরু হয়েছে নিয়োগ। বিজনেস ডেভেলপমেন্ট এক্সেকিউটিভ (Business Development Executive) পদে নিয়োগ করা হবে। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে আবেদনের ফর্ম। নিয়োগ সংক্রান্ত যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নিন-

নিয়োগ পদ্ধতি-

বিজনেস ডেভেলপমেন্ট এক্সেকিউটিভ পদে আবেদনকারীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সরাসরি অ্যাক্সিস ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট Https://Www.Axisbank.Com/ -এই লিঙ্ক থেকে আবেদন পত্র ডাউনলোড করতে হবে। যাবতীয় তথ্য পূরণের পর তা ওই ওয়েবসাইটেই জমা দিতে হবে।

শূন্যপদ-

বিজনেস ডেভেলপমেন্ট এক্সেকিউটিভ

আবেদনের তারিখ-

৭ মে থেকে আবেদন শুরু হয়েছে। শীঘ্রই আবেদনের শেষ তারিখ ঘোষণা করা হবে।

আবেদনের পদ্ধতি-

অনলাইন মাধ্যমে সরাসরি অ্যাক্সিস ব্যাঙ্কের ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে।

কাজের জায়গা-

গুরুগ্রাম, হরিয়ানা

শিক্ষাগত যোগ্যতা-

আবেদনকারীকে অবশ্যই কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে।

অবশ্যই ইংরেজি ও মাতৃভাষায় দক্ষ হতে হবে।

নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা ও চাপ সহ্য করার ক্ষমতা থাকতে হবে।

আলাপচারিতায় ও নেতৃত্ব দিতে দক্ষ হতে হবে।

দলগতভাবে কাজ করতে জানতে হবে।

মাসিক সেলস টার্গেট পূরণ করার মতো দক্ষ হতে হবে।

সিআরএম পদ্ধতিতে যাবতীয় কর্মকাণ্ডের নথি রাখতে হবে।

পুরনো গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করা, নতুন গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করা।

কর্পোরেট সংস্থাগুলির সঙ্গে সুসম্পর্ক স্থাপন ও নতুন চুক্তি করা।

আবেদনকারীর যদি ন্যূনতম এক বছরের কাজের অভিজ্ঞতা থাকে, তা নিয়োগের ক্ষেত্রে আরও সহায়ক হবে। তবে প্রথম চাকরি যারা খুঁজছেন বা কাজের অভিজ্ঞতা নেই, তারাও এই পদে আবেদন করতে পারেন।

Next Article