ব্যাঙ্কে চাকরি কে না চায়! বেশিরভাগ মানুষই ভাবেন একবার ব্য়াঙ্কে চাকরি পেয়ে বাকিটা জীবনটা নিশ্চিত। এই ভাবনা বাস্তবায়িত হওয়ার অপেক্ষায় বসে থাকার দিন শেষ। চাকরি প্রার্থীদের জন্য ব্যাঙ্কে চাকরির বড় সুযোগ। কেরানি ও বিশেষ আধিকারিক, দুই পদেই ১০০ টির মতো শূন্যপদে নিয়োগ করা হবে। আবেদন করতে এই নিয়োগের বিষয়ে বিস্তারিত জানুন…
শূন্যপদ :
১০০ টি শূন্যপদে নিয়োগ করা হবে।
পদের নাম :
কেরানি (Clerks) ও বিশেষ আধিকারিক (Special Officer)
ব্যাঙ্কের নাম :
আলমোরা আর্বান কো-অপারেটিভ ব্যাঙ্ক (Almora Urban Co-operative Bank)
চাকরির সময়কাল :
স্থায়ী ও পুরো সময়ের জন্যই এই পদে নিয়োগ করা হবে।
কর্মস্থল :
আলমোরা, উত্তরাখণ্ড
শিক্ষাগত যোগ্যতা :
সকল চাকরিপ্রার্থীদের স্নাতক হতে হবে। পাশাপাশি কম্পিউটার অ্য়াপ্লিকেশনে স্নাতকোত্তর করতে হবে। বা কোনও অনুমোদিত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে এর সমসাময়িক কোনও ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা :
১ এপ্রিল ২০২২ অনুযায়ী আবেদনকারীর বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় থাকবে। বয়সে ছাড়ের বিষয়ে বিস্তারতি জানতে এখানে ক্লিক করুন।
আবেদন মূল্য :
১৫০০ টাকা ফি দিতে হবে। অনলাইনেই আবেদনকারীরা এই ফি জমা করতে পারবেন।
নির্বাচনের পদ্ধতি :
নথিপত্র যাচাইকরণ করা হবে। তারপর ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে আবেদনকারীদের। ইন্টারভিউয়ের ভিত্তিতেই যোগ্য ও চূড়ান্ত প্রার্থীদের বেছে নেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ :
১২ জুন ২০২২
এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জানতে ক্লিক করুন
আবেদন করার জন্য ক্লিক করুন