নয়া দিল্লি: চাকরি খুঁজতে খুঁজতে হয়রান? এবার কর্মসংস্থানের সুযোগ আনল ব্যাঙ্ক অব বরোদা। এই বেসরকারি ব্যাঙ্কে বিজনেস ম্যানেজার, স্পেশালিস্ট সহ একাধিক পদে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হবে। গত ২৩ সেপ্টেম্বর থেকে শূন্যপদে আবেদন শুরু হয়েছে। আগামী ১১ অক্টোবর অবধি আবেদন করা যাবে।
ব্যাঙ্ক অব বরোদার তরফে প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। বিজনেস ম্যানেজার, স্পেশালিষ্ট, ডিজিটাল বিজনেস সহ একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
মোট শূন্যপদের সংখ্যা- ৭২
ডিজিটাল বিজনেস গ্রুপ (অ্য়াসেট)- মোট ১০টি শূন্যপদ রয়েছে।
ডিজিটাল বিজনেস গ্রুপ (চ্যানেল অ্যান্ড পেমেন্ট) – ২৬টি শূন্যপদ রয়েছে।
ডিজিটাল বিজনেস গ্রুপ (পার্টনারশিপ) – ২০টি শূন্যপদ রয়েছে।
ডিজিটাল অপারেশন গ্রুপ – ১০টি শূন্যপদ রয়েছে।
ডিজিটাল প্ল্যাটফর্ম অ্যান্ড প্রোডাক্ট গ্রুপ- ১টি শূন্যপদ রয়েছে।
ডিজিটাল প্ল্যাটফর্ম অ্যান্ড প্রোডাক্ট (পি অ্যান্ড ডি)- ১০টি শূন্যপদ রয়েছে।
আবেদনকারীদের বয়স ২৬ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।
বিভিন্ন পদের জন্য আলাদা শিক্ষাগত যোগ্যতা ধার্য করা হয়েছে। তবে প্রত্য়েক আবেদনকারীকে অবশ্যই যেকোনও সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক হতে হবে।