BOI Recruitment 2022: প্রায় ৭০০ পদে নিয়োগ চলছে ব্যাঙ্ক অব ইন্ডিয়ায়, কীভাবে আবেদন করবেন, জেনে নিন…

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

May 10, 2022 | 8:00 AM

BOI Recruitment 2022: স্থায়ী পদে মোট ৫৯৪ জনকে নিয়োগ করা হবে। ইকোনমিস্ট, স্ট্যাটিসসিয়ানস, রিস্ক ম্যানেজার, ক্রেডিট অ্যানালিস্ট ও আইটি অফিসার পদে নিয়োগ করা হবে।

BOI Recruitment 2022: প্রায় ৭০০ পদে নিয়োগ চলছে ব্যাঙ্ক অব ইন্ডিয়ায়, কীভাবে আবেদন করবেন, জেনে নিন...
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: করোনার ধাক্কা কাটিয়ে ফের একবার উজ্জীবিত হচ্ছে চাকরির বাজার। নানা সংস্থায় তৈরি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ। আপনি যদি ব্যাঙ্কে কাজ করতে চান, তবে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় চলছে নিয়োগ প্রক্রিয়া। মোট ৬৯৬ টি শূন্যপদে নিয়োগ চলছে। এরমধ্যে স্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মী নেওয়া হবে। ইকোনমিস্ট থেকে স্ট্যাস্টিসসিয়ান, রিস্ক ম্যানেজার, ক্রেডিট অ্যানালিস্ট, ক্রেডিট অফিসার, টেকনিক্যাল, আইটি অফিসার ও ম্যানেজার পদে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ যে তথ্যগুলি জেনে নেওয়া প্রয়োজন:

শূন্যপদের সংখ্যা:

স্থায়ী পদে মোট ৫৯৪ জনকে নিয়োগ করা হবে। ইকোনমিস্ট, স্ট্যাটিসসিয়ানস, রিস্ক ম্যানেজার, ক্রেডিট অ্যানালিস্ট ও আইটি অফিসার পদে নিয়োগ করা হবে। এছাড়া চুক্তি ভিত্তিক পদে ১০২ জনকে নিয়োগ করা হবে আইটি-র বিভিন্ন পদের জন্য।

কীভাবে আবেদন করবেন?

১. প্রথমেই ব্য়াঙ্ক অব ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট bankofindia.co.in- এ ক্লিক করতে হবে।

২. এবার কেরিয়ার ট্যাবে ক্লিক করতে হবে।

৩. অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করুন এইবার।

৪. এবার নিজের নাম ও ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রার করুন।

৫. নাম রেজিস্টার হয়ে গেলে রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হবে। ওই নম্বর দিয়ে লগ ইন করুন।

৬. এবার যাবতীয় তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করুন।

৭. ছবি ও সিগনেচার দিয়ে ফর্মটি আপলোড করুন।

৮. এবার আবেদনের ফি জমা দিয়ে সাবমিট অপশনে ক্লিক করুন।

Step 10: Pay the requisite fee and click on submit.

সাধারণ ও অন্যান্য শ্রেণির আবেদনকারীদের ফি বাবদ ৮৫০ টাকা দিতে হবে। জনজাতি/উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ফি বাবদ ১৭৫ টাকা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: গত ২৬ এপ্রিল থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ১০ মে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ। অনলাইন ও অফলাইন মাধ্যমে আবেদন পত্র জমা দেওয়া যাবে। আবেদনকারীদের অবশ্যই অনলাইনে আবেদনের এক কপি রাখতে হবে। এই আবেদন প্রিন্ট করার শেষ তারিখ ২৫ মে।

Next Article