BCCL Recruitment 2022: চাকরির দারুণ সুযোগ দিচ্ছে কোল ইন্ডিয়া লিমিটেড, আবেদন করুন এখনই…

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 16, 2022 | 8:15 AM

BCCL Recruitment 2022: ভারত কোকিং কোল লিমিটেডের তরফে জানানো হয়েছে, মোট ৪১টি শূন্যপদে নিয়োগ করা হবে। সিনিয়র মেডিক্যাল স্পেশালিস্ট, মেডিক্যাল স্পেশালিস্ট, সিনিয়র মেডিক্যাল অফিসার সহ একাধিক পদে নিয়োগ করা হবে।

BCCL Recruitment 2022: চাকরির দারুণ সুযোগ দিচ্ছে কোল ইন্ডিয়া লিমিটেড, আবেদন করুন এখনই...
ফাইল চিত্র।

Follow Us

নয়া দিল্লি: কর্মজগতে পা রাখার সময় অনেকেই চান সরকারি চাকরি করতে। রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির জন্য একাধিক পরীক্ষা দেন চাকুরিপ্রার্থীরা। অনেকে আবার সঠিক তথ্য জানতে না পেরে চাকরির পরীক্ষায় বসতে পারেন না। এমনই কর্মসংস্থানের সুযোগ এনে দিল কোল ইন্ডিয়া লিমিটেড। রাষ্ট্রায়ত্ত্ব এই সংস্থার তরফে জানানো হয়েছে, ভারত কোকিং কোল লিমিটেডের অধীনে মেডিক্যাল একজেকিউটিভ পদে নিয়োগ করা হবে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ আগামী ২৯ অক্টোবর। বিস্তারিত তথ্য জানার জন্য কোল ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট www.bcclweb.in- এ লগ ইন করুন।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য-

ভারত কোকিং কোল লিমিটেডের তরফে জানানো হয়েছে, মোট ৪১টি শূন্যপদে নিয়োগ করা হবে। সিনিয়র মেডিক্যাল স্পেশালিস্ট, মেডিক্যাল স্পেশালিস্ট, সিনিয়র মেডিক্যাল অফিসার সহ একাধিক পদে নিয়োগ করা হবে।

বয়সসীমা-

বিসিসিএলের তরফে জানানো হয়েছে, সিনিয়র মেডিক্য়াল স্পেশালিষ্ট পদে যারা আবেদন করতে চান, তাদের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা ৪২ বছর। সিনিয়র মেডিক্যাল অফিসার ও মেডিক্য়াল স্পেশালিস্ট পদে আবেদনকারীদের বয়সের উর্ধ্বসীমা ৩৫ বছর ধার্য করা হয়েছে।

কীভাবে আবেদন করবেন?

বিসিসিএলের শূন্যপদে যারা আবেদন করতে যান, তারা অফলাইনে আবেদনপত্র পাঠাতে পারেন। ভারত কোকিং কোল লিমিটেডের জেনারেল ম্যানেজারের কাছে এই আবেদন পাঠাতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা- কয়লা ভবন, পোস্ট অফিস-কয়লা নগর, বিসিসিএল টাউনশিপ, জেলা-ধানবাদ, ঝাড়খণ্ড-৮২৬০০৫।

Next Article