BCCL Recruitment 2023: BCCL-এ চাকরির দারুণ সুযোগ, এইভাবে আবেদন করুন…
BCCL Recruitment 2023: বিসিসিএলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৬ মাসের জন্য চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে।

নয়া দিল্লি: ভারত কোকিং কোল লিমিটেডে চলছে কর্মী নিয়োগ। বিসিসিএল-র তরফে প্রকাশিত করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। বিসিসিএলের তরফে জানানো হয়েছে, সিনিয়র অ্য়াডভাইসর (টেকনিক্যাল) পদে কর্মী নিয়োগ করা হবে। এই শূন্যপদে আবেদনের জন্য আবেদনকারীদের ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে বিএসসি, বিই বা বিটেক পাশ হতে হবে এবং ফার্স্ট ক্লাস মাইনস ম্য়ানেজার সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে।
বিসিসিএলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৬ মাসের জন্য চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। তবে পারফরম্যান্সের উপর নির্ভর করে কাজের মেয়াদ বাড়ানো হতে পারে। এই শূন্যপদে আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছর ধার্য করা হয়েছে।
শূন্য়পদ- মোট একটি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
বেতন- এই পদে যাদের নিয়োগ করা হবে, তাদের ১ লক্ষ ৫০ হাজার টাকা বেতন দেওয়া হবে।
আবেদন পাঠানোর শেষ তারিখ- ইতিমধ্যেই এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ২১ জুলাই অবধি আবেদন পাঠানো যাবে।
বয়সসীমা- এই শূন্যপদে আবেদন জানানোর ক্ষেত্রে সর্বাধিক বয়সসীমা ৬৫ বছর ধার্য
