রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের (Primary TET) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১৪ অক্টোবর থেকে এই নিয়োগের জন্য শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। মোট ১১ হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যে ৫ বছর পর প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্বভাবতই ১৮ থেকে ৪০ বছরের চাকরিপ্রার্থী যাঁরা এই নিয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাঁরা এই সুযোগ হাতছাড়া করবেন না। তবে আবেদনপত্র ভরার আগে কিছু বিষয় মাথায় রাখতে হবে। নয়ত এত বছরের অপেক্ষা জলে যেতে পারে। বাতিল হতে পারে আবেদনপত্র।
আবেদনপত্রের জন্য গুরুত্বপূর্ণ বিষয়:
এ বছর অনলাইনেই করা যাবে আবেদন। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে (https://www.wbbpeonline.com) গিয়ে করতে হবে আবেদন। সেখানে মেল আইডি ও ফোন নম্বর দিয়ে লগ ইন করার পরই আবেদনপত্রের পেজ খুলে যাবে। এই আবেদনপত্রে বিভিন্ন অপশন রয়েছে। সেখানে নিজের ব্যক্তিগত ও বিভিন্ন তথ্য দিতে হবে। সেখানে বেশ কিছু বক্সে স্টার মার্ক দেওয়া রয়েছে। অর্থাৎ, সেই জায়গা অবশ্য়ই পূরণ করতে হবে। আর যদি এই তথ্য ভুল হয় তাহলে আবেদনপত্র বাতিল হতে পারে। তাই সাবমিট করার আগে ভাল করে একবার চোখ বুলিয়ে নিন।
এদিকে নির্দিষ্ট কিছু নথি আপলোড করতে হবে প্রার্থীদের। সেখানে নথিপত্রের সাইজও বেঁধে দেওয়া হয়েছে। সেই সাইজের মধ্যে না হলে নথিপত্র আপলোড হবে না। সেদিকেও নজর দিয়ে সঠিক সাইজের মধ্যে নথিপত্র আপলোড করতে হবে প্রার্থীদের। এদিকে মধ্যশিক্ষা পর্ষদের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১১ ডিসেম্বর হবে টেট পরীক্ষা।