নয়া দিল্লি: চাকরি খুঁজছেন? তবে সুখবর রয়েছে আপনার জন্য। ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসাল্টেন্ট ইন্ডিয়ান লিমিটেডের তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। বেসিলের তরফে জানানো হয়েছে, মোট ২৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি অনলাইনে becil.com ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। এই শূন্যপদে আবেদন করার শেষ তারিখ ৬ ডিসেম্বর।
বেসিলের তরফে জানানো হয়েছে, মোট ২৫টি মনিটর পদে কর্মী নিয়োগ করা হবে।
এই শূন্যপদে আবেদন করার জন্য় আবেদনকারীদের জার্নালিজম বা মাস কমিউনিকেশনে পিজি ডিপ্লোমা থাকতে হবে। এছাড়া আবেদনকারীদের কম্পিউটারে দক্ষ হতে হবে। মিডিয়ায় এক বছরের অভিজ্ঞতা থাকলে আবেদনকারীদের অগ্রগণ্যতা দেওয়া হবে।
এই শূন্যপদে আবেদন করার জন্য আবেদনকারীদের ৮৮৫ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি, উপজাতি, আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণি ও বিশেষভাবে সক্ষমদের ৫৩১ টাকা আবেদন ফি জমা দিতে হবে।