BHU Recruitment 2022: মাসে দেড় লক্ষ টাকা থেকে বেতন শুরু, এই নামকরা বিশ্ববিদ্যালয়ে চলছে নিয়োগ, এখনই আবেদন করুন…

TV9 Bangla Digital | Edited By: সঞ্জয় পাইকার

May 30, 2022 | 9:06 PM

BHU Recruitment 2022: আপনিও যদি নিজের পেশা হিসাবে শিক্ষকতা বেছে নিতে চান, তবে আপনার জন্য দারুণ সুযোগ দিচ্ছে বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়। অধ্যাপক, সহকারী অধ্যাপক, অ্যাসোসিয়েট অধ্যাপক সহ একাধিক শূন্য়পদে নিয়োগ শুরু হয়েছে।

BHU Recruitment 2022: মাসে দেড় লক্ষ টাকা থেকে বেতন শুরু, এই নামকরা বিশ্ববিদ্যালয়ে চলছে নিয়োগ, এখনই আবেদন করুন...
ফাইল চিত্র

Follow Us

কলকাতা: কথায় আছে, জানার কোনও শেষ নেই, শেখার কোনও বয়স নেই। যত জ্ঞান ভাগ করে নেওয়া যায়, ততই জ্ঞান বাড়ে। আর এই কথাকেই মূল মন্ত্র মেনে অনেকেই অল্প বয়স থেকে স্থির করে নেন যে তাঁরা শিক্ষাজগতের সঙ্গেই যুক্ত থাকবেন। আপনিও যদি নিজের পেশা হিসাবে শিক্ষকতা বেছে নিতে চান, তবে আপনার জন্য দারুণ সুযোগ দিচ্ছে বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়। অধ্যাপক, সহকারী অধ্যাপক, অ্যাসোসিয়েট অধ্যাপক সহ একাধিক শূন্য়পদে নিয়োগ শুরু হয়েছে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট  bhu.ac.in -এ গিয়ে আবেদন করতে পারবেন। নিয়োগ প্রক্রিয়া ও শূন্যপদে কীভাবে আবেদন করবেন, তা জেনে নিন-

বারাণসী বা বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে মোট ১৪টি শূন্যপদে নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ ১৩ জুন। আবেদনপত্রের হার্ড কপি জমা দেওয়ার শেষ দিন হল ১৫ জুন।

কোন কোন পদে নিয়োগ করা হবে?

অ্যাসিস্টেন্ট প্রফেসর- মোট ৪টি শূন্যপদে নিয়োগ করা হবে।

অ্যাসোসিয়েট প্রফেসর- মোট ৬টি শূন্য়পদে নিয়োগ করা হবে।

প্রফেসর- মোট ৩টি শূন্যপদে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ দিন-

অনলাইনে আবেদন ও আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ হল ১৩ জুন। বিকেল ৫টার মধ্য়ে আবেদনপত্র ও ফি জমা দিতে হবে।

হার্ড কপি অর্থাৎ আবেদনপত্রের সঙ্গে আনুসাঙ্গিক নথি আগামী ১৫ মে বিকেল ৫টার মধ্যে জমা করতে হবে।

বেতন-

অধ্যাপক পদে যাঁদের নিয়োগ করা হবে, তাঁদের মাসিক বেতন ১ লক্ষ ৪৪ হাজার টাকা থেকে ২ লক্ষ ১৮ হাজার টাকা অবধি হতে পারে।

অ্যাসোসিয়েট প্রফেসর- এই পদে যাঁদের নিয়োগ করা হবে, তাঁদের মাসিক বেতন ১ লক্ষ ৩১ হাজার ৪০০ টাকা থেকে ২ লক্ষ ১৭ হাজার ১০০ টাকা অবধি হতে পারে।

অ্যাসিস্টেন্ট প্রফেসর- এই পদে যাঁদের নিয়োগ করা হবে, তাঁদের মাসিক ৫৭ হাজার ৭০০ টাকা থেকে ১ লক্ষ ৮২ হাজার ৪০০ টাকা অবধি হতে পারে।

আবেদন ফি-

জেনারেল, আর্থিকভাবে অনগ্রসর ও ওবিসি শ্রেণির জন্য আবেদন ফি বাবদ ১ হাজার টাকা দিতে হবে। এই ফি ফেরতযোগ্য নয়। তবে জনজাতি, উপজাতি ও শারীরিক অক্ষম, মহিলা ও তৃতীয় লিঙ্গের আবেদনকারীদের কোনও ফি দিতে হবে না। আবেদনকারীরা ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে এই টাকা জমা দিতে পারেন।

Next Article