নয়া দিল্লি: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। পেট্রোকেমিক্য়াল, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, পাবলিক রিলেশন, ডিজিটাল সিস্টেম ইঞ্জিনিয়ার সহ একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। চলতি মাসের শুরু থেকেই এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হবে ১ নভেম্বর থেকে। শূন্যপদে আবেদন জানানোর শেষ তারিখ ২৫ নভেম্বর।
বিপিসিএলের তরফে জানানো হয়েছে, ১ বছরের চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। পরে কর্মীদের পারফরম্যান্সের উপরে ভিত্তি করে মেয়াদ বৃদ্ধি করা হতে পারে।
লিখিত পরীক্ষা, কম্পিউটার বেসড টেস্ট, কেস বেসড ডিসকাশন, গ্রুপ টাস্ক ও পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।
এই শূন্যপদে যাদের নিয়োগ করা হবে, তাদের মাসিক বেতন ২৮ হাজার টাকা থেকে লক্ষাধিক টাকা ধার্য করা হয়েছে।
এই শূন্যপদে আবেদন করার জন্য আবেদনকারীদের ৫৯০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি, উপজাতি ও বিশেষভাবে সক্ষমদের এই শূন্যপদে আবেদনের জন্য কোনও আবেদন ফি দিতে হবে না।