Bhatpara Municipality: মাধ্যমিক পাশ হলে ভাটপাড়া পৌরসভায় চাকরির সুযোগ, হাতে বেশি সময় নেই…

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

May 19, 2022 | 12:25 PM

West Bengal Recruitment: আবার এমন অনেকেই রয়েছেন, যারা সরকারের অধীনে কাজ করতে চান। যারা সরকারের অধীনে কাজ করতে চান তাদের জন্য বড় সুযোগ নিয়ে এল ভাটপাড়া পৌরসভা।

Bhatpara Municipality: মাধ্যমিক পাশ হলে ভাটপাড়া পৌরসভায় চাকরির সুযোগ, হাতে বেশি সময় নেই...
ছবি: ফাইল চিত্র

Follow Us

কলকাতা: বর্তমান বাজারে চাকরির অভাব অনেকটাই প্রকট হয়েছে। করোনা পরিস্থিতির পর বেসরকারি সংস্থায় কর্মরত অনেকেই চাকরি হারিয়েছেন। সরকারি চাকরির যেহেতু নিরাপত্তা আছে, তাই সরকারি চাকরি পাওয়ার ঝোঁক অনেকটাই বাড়ছে। অনেক চাকরি প্রার্থীই সরকারি চাকরি প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। আবার এমন অনেকেই রয়েছেন, যারা সরকারের অধীনে কাজ করতে চান। যারা সরকারের অধীনে কাজ করতে চান তাদের জন্য বড় সুযোগ নিয়ে এল ভাটপাড়া পৌরসভা। ৩১ মে ২০২২ অবধি এই পদের জন্য আবেদন করা যাবে। ভাটপাড়া পৌরসভায় কমিউনিটি সার্ভিস প্রোভাইডার পদে নিয়োগ করা হবে বলেই জানা গিয়েছে। এই পদে আবেদনের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, তা এক নজরে দেখে নেওয়া যাক…

শূন্যপদ: কমিউনিটি সার্ভিস প্রোভাইডার পদে মোট ১১ টি শূন্য পদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের জন্য যে কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে।

বয়স: এই পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স ০১/০১/২০২২ এর হিসেবে ২১ থেকে ৪৫ বছরের মধ্য হতে হবে।

আবেদন পদ্ধতি: আবেদনপত্র ডাউনলোড করে তা প্রিন্ট করে নিতে হবে। এবার ফর্ম পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথি দিটয়ে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদন পত্র পাঠানোর ঠিকানা:- 2ND FIOOR OF THE ADMINISTRATIVE BUILDING (ROOM NO.-301) ADDRESSED TO THE CHAIRPERSON, BHATPARA MUNICIPALITY ,1/1,WEST GHOSHPARA ROAD, P.O-KANKINARA, DIST-NORTH 24 PARGANAS,PIN-743126

প্রয়োজনীয় নথি: এই পদে আবেদনের জন্য নিম্নলিখিত নথি প্রয়োজন। এক নজরে দেখে নিন…

১) আবেদন পত্রের ফর্ম (পূরণ করা)

২) সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি

৩) স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট

৪) বয়সের প্রমাণ পত্র

৪) শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র

৫) আধার কার্ড

বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন

Next Article