চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। বিহার সেন্ট্রাল সিলেকশন বোর্ড অব কনস্টেবলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রহিবিশন কনস্টেবল পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা csbc.bih.nic.in ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। ১৪ তারিখ অবধি আবেদন করা যাবে।
মোট শূন্যপদ: প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, সব মিলিয়ে ৬৮৯টি শূন্যপদ নিয়োগ করা হবে। সরাসরি বিহার সরকারের আওতায় হবে এই নিয়োগ।
বয়সসীমা: এই পদের জন্য আবেদনের বয়সসীমা ১৮ থেকে ২৫ বছর। সংরক্ষিতদের নিয়ম অনুযায়ী বয়সে ছাড় মিলবে।
আবেদন ফি: সাধারণ, ওবিসি, ইডাব্লুএস প্রার্থীদের ৬৭৫ টাকা আবেদন ফি জমা দিতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য ১৮০ টাকা আবেদন ফি লাগবে।
আবেদন পদ্ধতি
এই পদে আবেদনের জন্য আবেদনকারীদের প্রথমেই এই csbc.bih.nic.in ওয়েবসাইটে চলে যেতে হবে।
হোমপেজে থাকা Prohibition Dept এ ক্লিক করতে হবে।
এবার অ্যাপলিকেশন লিঙ্কে ক্লিক করতে হবে।
নাম নথিভুক্ত করে আবেদন এগিয়ে নিয়ে যেতে হবে।
যাবতীয় প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে এবং আবেদন ফি জমা দিতে হবে। ফি জমা দেওয়ার পর ফর্ম জমা দিতে হবে।
সরাসরি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে এখানে ক্লিক করুন।