Board Exam: অসমে আর দশমে হবে না বোর্ড পরীক্ষা, কেন জানুন

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jun 07, 2023 | 12:55 AM

NEP 2020: নতুন শিক্ষানীতি ২০২০-এর অধীনে শিক্ষা ব্যবস্থায় অনেক পরিবর্তন আনা হয়েছে। যেমন, অসমে স্কুল ও কলেজ শিক্ষা একত্রিত হচ্ছে। রাজ্যে 5+3+3+4 স্তরে পঠন-পাঠন হবে।

Board Exam: অসমে আর দশমে হবে না বোর্ড পরীক্ষা, কেন জানুন
প্রতীকী ছবি।

Follow Us

গুয়াহাটি: স্কুল পড়ুয়াদের প্রথম বড় পরীক্ষা বলতে যেটা মনে আসে সেটা হল, দশম শ্রেণির বোর্ড পরীক্ষা (Board exam)। ফলে এই পরীক্ষা নিয়ে সকল ছাত্র-ছাত্রী চিন্তিত থাকে। তবে এবার থেকে আর চিন্তা করতে হবে না। অর্থাৎ ছাত্র-ছাত্রীদের আর দশম শ্রেণির বোর্ড পরীক্ষা দিতে হবে না। তবে সব রাজ্যের জন্য এটা প্রযোজ্য নয়, কেবল অসমের সরকারি ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য। স্কুল পড়ুয়াদের স্বস্তি দিয়ে দশম শ্রেণির পরীক্ষা তুলে দেওয়ার কথা ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী( Assam CM) হিমন্ত বিশ্ব শর্মা। আগামী শিক্ষাবর্ষ ২০২৪ থেকেই এই নয়া নিয়ম প্রযোজ্য বলে জানিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। নতুন শিক্ষানীতি NEP 2020-এর ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

অসমের মুখ্যমন্ত্রী আরও জানান, দশম শ্রেণির পরীক্ষা, মাধ্যমিক শিক্ষা বোর্ড অর্থাৎ SEBA দ্বারা পরিচালিত হয়। অন্যদিকে, দ্বাদশ শ্রেণির পরীক্ষা অসম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ অর্থাৎ AHSEC দ্বারা পরিচালিত হয়। এখন উভয় বোর্ড পরস্পরের সঙ্গে একত্রিত করা হয়েছে। এবার থেকে বোর্ড পরীক্ষা শুধুমাত্র দ্বাদশ শ্রেণির জন্য হবে। তবে পাস এবং ফেল সিস্টেম দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য থাকবে। আর দশম শ্রেণিতে উপস্থিত শিক্ষার্থীদের আর একাদশ শ্রেণিতে ভর্তির প্রয়োজন হবে না। কারণ তাদের মানোন্নতি হবে ৫ বছর হবে প্লে গ্রুপ থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত। তারপর ৩য় থেকে ৫ম শ্রেণির জন্য ৩ বছর এবং এরপর ৩ বছর ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণি যোগ করা হয়েছে। পরের ৪ বছর নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত।

নতুন শিক্ষানীতি ২০২০-এর অধীনে শিক্ষা ব্যবস্থায় অনেক পরিবর্তন আনা হয়েছে। যেমন, অসমে স্কুল ও কলেজ শিক্ষা একত্রিত হচ্ছে। রাজ্যে 5+3+3+4 স্তরে পঠন-পাঠন হবে। অর্থাৎ প্রথম ৫ বছর হবে প্লে গ্রুপ থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত। তারপর ৩য় থেকে ৫ম শ্রেণির জন্য ৩ বছর এবং এরপর ৩ বছর ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণি যোগ করা হয়েছে। পরের ৪ বছর নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত।

Next Article