CBI Internship 2022: গোয়েন্দা হতে চান? ইন্টার্নশিপের দারুণ সুযোগ দিচ্ছে CBI, আবেদনের পদ্ধতি জেনে নিন

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jun 11, 2022 | 8:00 AM

CBI Internship 2022: সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের তরফে জানানো হয়েছে, দেশের বিভিন্ন কলেজ থেকে আইনের পড়ুয়াদের এই ইন্টার্নশিপের জন্য বেছে নেওয়া হবে।

CBI Internship 2022: গোয়েন্দা হতে চান? ইন্টার্নশিপের দারুণ সুযোগ দিচ্ছে CBI, আবেদনের পদ্ধতি জেনে নিন
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: দূর থেকেই কী রহস্যের গন্ধ পেয়ে যান আপনি? উপস্থিত বুদ্ধি ব্যবহার করেই সমাধান করে ফেলতে পারেন জটিল সমস্যার? তবে ভবিষ্যতে পেশা হিসাবে আপনি সিবিআইতে কাজ করার কথা ভাবতেই পারেন। এমনই সুযোগ দিচ্ছে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন। যারা আইন নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য় ইন্টার্নশিপের সুবিধা দিচ্ছে সিবিআই। দিল্লি, মুম্বই, কলকাতা, লখনউ সহ একাধিক রাজ্যে সিবিআই দফতরে কাজ শেখা ও করার সুযোগ দেওয়া হবে বলে জানানো হয়েছে। কীভাবে সিবিআই-র দফতরে ইন্টার্নশিপ করবেন, জেনে নিন-

সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের তরফে জানানো হয়েছে, দেশের বিভিন্ন কলেজ থেকে আইনের পড়ুয়াদের এই ইন্টার্নশিপের জন্য বেছে নেওয়া হবে। মোট ৩০ জন ইন্টার্নকে নির্বাচন করা হবে। তিন থেকে ছয় মাসের জন্য ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হবে। দিল্লি, মুম্বই, চেন্নাই, কলকাতা, লখনউ ও বেঙ্গালুরুর সিবিআই দফতরে কাজের সুযোগ মিলবেষ

শিক্ষাগত যোগ্যতা-

আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।

আবেদনকারীকে অবশ্যই কোনও স্বীকৃত বিশ্ববিদ্য়ালয় থেকে আইনের স্নাতক পড়ুয়া হতে হবে। আবেদনকারীকে ইংরেজি মাধ্যমের পড়ুয়া হতে হবে।

আবেদনকারীকে ৫ বছরের এলএলবি কোর্সের পড়ুয়া হতে হবে এবং কমপক্ষে ৪ বছর কোর্স শেষ করতে হবে। অর্থাৎ চতুর্থ বা পঞ্চম বর্ষের পডুয়া হতে হবে আবেদনকারীকে।

উল্লেখযোগ্য কিছু তথ্য-

  • এই ইন্টার্নশিপের জন্য কোনও টাকা দেওয়া হবে না।
  • থাকা ও যাতায়াতের জন্য যাবতীয় খরচ ইন্টার্নদের বহন করতে হবে।
  • সিবিআইয়ের তরফে চিকিৎসা বা অন্য় কোনও পরিষেবা দেওয়া হবে না।
  • ইন্টার্নশিপের অর্থ এই নয় যে পরবর্তী সময়ে সিবিআইতে চাকরি দেওয়া হবে।
  • সিবিআইয়ের আইন ও তদন্ত শাখার আধিকারিকদের সাহায্য করার জন্য় এই ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে।  
  • ইন্টার্নদের  গোপনীয়তা বজায়  রাখার শপথ নিতে হবে।

কীভাবে আবেদন করবেন?

যারা এই ইন্টার্নশিপ করতে আগ্রহী, তাদের আবেদনপত্রের সঙ্গে বায়োডাটা ও প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। পাশাপাশি ১৫০ শব্দের একটি আবেদনপত্র লিখতে হবে যেখানে আবেদনকারীকে ব্যাখ্যা করতে হবে তিনি কেন এই ইন্টার্নশিপ করতে চান।

আবেদনপত্র আগামী ১৬ জুনের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে-

সুপারিন্টেন্ডেন্ট অব পুলিশ (ট্রেনিং), সিবিআই অ্য়াকাডেমি, হাপুর রোড, কমলা নেহরু নগর, গাজিয়াবাদ, উত্তর প্রদেশ-২০১০০২।

Next Article