Result: আগামী সপ্তাহে ঘোষণা হতে পারে CBSE দশম ও দ্বাদশ পরীক্ষার ফল, কী ভাবে চেক করবেন জানুন

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Apr 29, 2023 | 12:06 AM

সিবিএসই ২০২৩ দশম পরীক্ষায় প্রায় ২২ লক্ষ শিক্ষার্থী এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষায় প্রায় ১৭ লক্ষ পরীক্ষার্থী অংশ নেয়। সিবিএসই-র নিয়ম অনুযায়ী, পাশ করার জন্য প্রার্থীর প্রতিটি বিষয়ে ৩৩ শতাংশ নম্বর পাওয়া বাধ্যতামূলক।

Result: আগামী সপ্তাহে ঘোষণা হতে পারে CBSE দশম ও দ্বাদশ পরীক্ষার ফল, কী ভাবে চেক করবেন জানুন
প্রতীকী ছবি।

Follow Us

নয়া দিল্লি: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) আগামী সপ্তাহেই দশম এবং দ্বাদশ পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পারে। তবে কবে এবং কখন ফলাফল প্রকাশ করা হবে, সেটা বোর্ডের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক জানানো হয়নি। তবে CBSE ২০২৩-এর ফল ঘোষণার পর দশম এবং দ্বাদশ পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট results.cbse.nic.in এবং cbse.gov.in-এ রোল নম্বর দিয়ে ফলাফল পরীক্ষা করতে পারেন।

শিক্ষার্থীরা উমং অ্যাপের মাধ্যমেও ফলাফল দেখতে পারবে। CBSE দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল। দশম শ্রেণির পরীক্ষা ২১ মার্চ শেষ হয়েছিল এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা ৫ এপ্রিল শেষ হয়েছে।

CBSE ২০২৩ দশম পরীক্ষায় প্রায় ২২ লক্ষ শিক্ষার্থী এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষায় প্রায় ১৭ লক্ষ পরীক্ষার্থী অংশ নেয়। সিবিএসই-র নিয়ম অনুযায়ী, পাশ করার জন্য প্রার্থীর প্রতিটি বিষয়ে ৩৩ শতাংশ নম্বর পাওয়া বাধ্যতামূলক।

CBSE ২০২৩ পরীক্ষার ফলাফল কী ভাবে জানবেন?
১) শিক্ষার্থীরা CBSE-এর অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in-এ যান।
২) দশম বা দ্বাদশ ফলাফলের লিঙ্কে ক্লিক করুন।
৩) রোল নম্বর ইত্যাদি লিখুন।
৪) ফলাফল আপনার স্ক্রিনে আসবে।
৫) চেক করার পর প্রিন্ট বের করে নিন।

কোন ওয়েবসাইটে CBSE 2023 পরীক্ষার ফলাফল দেখা যাবে?
results.cbse.nic.in
cbse.gov.in
parikshasangam.cbse.gov.in
digilocker.gov.in
results.gov.in

Next Article