CBSE Results 2023: প্রকাশিত CBSE-র দ্বাদশ শ্রেণির ফল, এবারে পাশের হার ৮৭.৩৩ শতাংশ

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

May 12, 2023 | 11:43 AM

CBSE 12th Result: চলতি বছরের ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়। এবারে মোট ১৬ লক্ষ ৯৬ হাজার ৭৭০ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন। মোট পরীক্ষার্থীর মধ্যে ৮৭.৩৩ শতাংশ পড়ুয়া পরীক্ষায় পাশ করেছে।

CBSE Results 2023:  প্রকাশিত CBSE-র দ্বাদশ শ্রেণির ফল, এবারে পাশের হার ৮৭.৩৩ শতাংশ
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই(CBSE)-র দ্বাদশ শ্রেণির ফলাফল (12th Result)। সিবিএসই সূত্রে জানানো হয়েছে, এবারের পরীক্ষার্থীদের পাশের হার ৮৭.৩৩ শতংশ। তবে এবারে সিবিএসই-র তরফে কোনও মেরিট লিস্ট (Merit List) প্রকাশ করা হয়নি। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগে কতজন পরীক্ষার্থী পাশ করেছেন, সে বিষয়েও কিছু জানানো হয়নি।

চলতি বছরের ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়। এবারে মোট ১৬ লক্ষ ৯৬ হাজার ৭৭০ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন। মোট পরীক্ষার্থীর মধ্যে ৮৭.৩৩ শতাংশ পড়ুয়া পরীক্ষায় পাশ করেছে।

সিবিএসই বোর্ডের তরফে জানানো হয়েছে, পড়ুয়াদের মধ্য়ে যাতে অস্বাস্থ্যকর প্রতিযোগিতা তৈরি না হয়, তার জন্য এবার মেরিট লিস্ট প্রকাশ করা হয়নি। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ডিভিশনে কতজন পাশ করেছে, সেই তথ্যও প্রকাশ করা হয়নি। সিবিএসই-র তরফে জানানো হয়েছে, কেবলমাত্র যে সমস্ত পড়ুয়ারা কোনও বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছেন, সেই ০.১ শতাংশ পড়ুয়াকে মেরিট সার্টিফিকেট দেওয়া হবে।

সিবিএসই-র প্রকাশিত তথ্য  অনুযায়ী, এবারে পড়ুয়াদের পাশের হার ৮৭.৩৩ শতাংশ, যা করোনাকালের আগে, ২০১৯ সালের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশের হারের তুলনায় বেশি। ২০১৯ সালে পড়ুয়াদের পাশের হার ছিল ৮৩.৪০।

সবথেকে বেশি পাশের হার তিরুবনন্তপুরমে। সেখানের ৯৯.৯১ শতাংশ পড়ুয়াই পরীক্ষায় পাশ করেছে। সবথেকে কম পাশের হার প্রয়াগরাজে, সেখানে পাশের হার ৭৮.০৫ শতাংশ।

কীভাবে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল দেখবেন?

প্রথমেই পড়ুয়াদের সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইট cbseresults.nic.in – এ লগ অন করতে হবে।

এবার পড়ুয়াদের রোল নম্বর, অ্যাডমিট কার্ড নম্বর, স্কুলের নম্বর বসাতে হবে।

সাবমিট অপশনে ক্লিক করলেই পরীক্ষার ফলাফল দেখা যাবে।

এছাড়াও পড়ুয়ারা ডিজিলকারের মাধ্যমে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল দেখতে পারবেনয

Next Article