MTS Recruitment 2022: মাল্টি টাস্কিং স্টাফ সহ একাধিক পদে নিয়োগ করবে কেন্দ্র, কীভাবে করবেন আবেদন?

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Oct 30, 2022 | 9:00 AM

মাল্টি টাস্কিং স্টাফ (Multi Tasking Staff) ও সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার।

MTS Recruitment 2022: মাল্টি টাস্কিং স্টাফ সহ একাধিক পদে নিয়োগ করবে কেন্দ্র, কীভাবে করবেন আবেদন?
ছবি: ফাইল চিত্র

Follow Us

কলকাতা: চাকরির আকাল সর্বত্র। অসংখ্য চাকরিপ্রার্থী একটি সম্মানজনক চাকরি পাওয়ার অপেক্ষা করছেন। সরকারি চাকরি চাহিদাও দিন দিন বাড়ছে। বেকার যুবতী ও চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। মাল্টি টাস্কিং স্টাফ (Multi Tasking Staff) ও সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। দেশের যে কোনও নাগরিক এই পদের জন্য আবেদন করতে পারবেন। ২৫ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। সাধারণদের ক্ষেত্রে ৫০০ টাকা এবং মহিলা ও সংরক্ষিতদের ৫০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। সংশ্লিষ্ট পদে আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ একাধিক তথ্য এক নজরে দেখে নেওয়া যাক..

সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট

শূন্যপদ: ১৫২১টি

বয়স: ২৫ নভেম্বর ২০২২ এর হিসেবে প্রার্থীদের বয়স ২৭ বছের মধ্যে হতে হবে।

বেতন: ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা

মাল্টি টাস্কিং স্টাফ

শূন্যপদ: ১৫০টি

বয়স: ২৫ নভেম্বর ২০২২ এর হিসেবে প্রার্থীদের বয়স ২৭ বছের মধ্যে হতে হবে।

বেতন: ২৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা

যে কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাসের পাশাপাশি স্থানীয় ভাষ লিখতে, পড়তে ও বলতে জানতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

নিয়োগ পদ্ধতি: দুটি ধাপে লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

ইচ্ছুক চাকরিপ্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। www.nsc.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আবেদনের জন্য বৈধ মোবাইল নম্বর ও ইমেল আইডি থাকতে হবে।

বিস্তারিত জানতে ও বিজ্ঞপ্তি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন

Next Article