সরকারি চাকরির জন্য় কি এতদিন ধরে অপেক্ষা করছিলেন! তাহলে অপেক্ষার দিন শেষ এবার। সরকারি চাকরির জন্য় এত বছরের প্রস্তুতি এবার খাতায় কলমে প্রমাণ দেওয়া সময় এসে গিয়েছে। যেসব চাকরি প্রার্থী সরকারি চাকরির অপেক্ষাতেই হন্যে হয়ে রয়েছেন তাঁদের জন্য বড় সুযোগ। ভারতীয় কৃষি গবেষণা ইনস্টিটিউটে চলছে নিয়োগ। এই নিয়োগের বিষয়ে বিস্তারিত জেনে নিন।
নিয়োগকারী সংস্থা :
ভারতীয় কৃষি গবেষণা ইনস্টিটিউট (Indian Agricultural Research Institute)
পদের নাম :
অ্য়াসিসটেন্ট পদে নিয়োগ করা হবে।
শূন্যপদ :
৪৬২ টি শূন্যপদে চলছে নিয়োগ
অ্যাসিসটেন্ট (ICAR হেড কোয়ার্টার) – ৭১
অ্যাসিসটেন্ট (ICAR ইনস্টিটিউট) – ৩৯১
ক্যাটেগরি অনুযায়ী শূন্যপদ :
অ্যাসিসটেন্ট (ICAR হেড কোয়ার্টার) পদে নিয়োগের ক্ষেত্রে অসংরক্ষিত প্রার্থীদের জন্য রয়েছে ৪৪ টি শূন্যপদ। আর্থিকভাবে দুর্বল শ্রেণির প্রার্থীদের জন্য ৩ টি, SC দের জন্য ৭ টি, ST, OBC ও (NCL) প্রার্থীদের জন্য় যথাক্রমে ১, ১৬ ও ৭১ টি শূন্যপদ রয়েছে।
অ্যাসিসটেন্ট (ICAR ইনস্টিটিউট) পদে নিয়োগের ক্ষেত্রে অসংরক্ষিত প্রার্থীদের জন্য রয়েছে ২৭৯ টি শূন্যপদ। আর্থিকভাবে দুর্বল শ্রেণির প্রার্থীদের জন্য ২৬ টি, SC দের জন্য ৪৮ টি, ST, OBC ও (NCL) প্রার্থীদের জন্য় যথাক্রমে ১৩, ৭৯ ও ৩৯১ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা :
স্বীকৃতপ্রাপ্ত একটি বিশ্ববিদ্য়ালয় থেকে স্নাতক হতে হবে।
বয়সসীমা :
আবেদনকারীর বয়স হতে হবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে
আবেদন মূল্য :
UR/OBC-NCL(NCL)/EWS ক্যাটেগরির প্রার্থীদের ১,২০০ টাকা ফি দিতে হবে।
মহিলা/SC/ST/Ex-Sm/PH ক্যাটেগরির প্রার্থীদের জন্য লাগবে ৫০০ টাকা।
বেতন :
অ্যাসিসটেন্ট (ICAR হেড কোয়ার্টার) – ৪৪,৯০০ টাকা লেভেল-৭
অ্যাসিসটেন্ট (ICAR ইনস্টিটিউট) – ৩৫,৪০০ টাকা লেভেল-৬
নির্বাচনের পদ্ধতি :
প্রথমে সকল প্রার্থীর আবেদনপত্র যাচাই করা হবে। তারপর কম্পিউটার ভিত্তিক প্রিলিমিনারি ও মেইনস পরীক্ষা হবে (পেপার-১)। ব্যাখ্যামূলক মেইনস পরীক্ষা হবে পেপার-২ এর জন্য।
আবেদনের শেষ তারিখ :
২১ জুন, ২০২২ অবধি আবেদন করা যাবে।
বিস্তারিত জানতে ক্লিক করুন