AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Recruitment News: পশ্চিম বর্ধমানে স্বাস্থ্য দফতরে বিভিন্ন পদে ১৪৯ জনকে নিয়োগ, চলছে আবেদন গ্রহণ

পশ্চিম বর্ধমানের স্বাস্থ্য দফতরে মোট ১৪৯টি পদে নিয়োগ করা হবে। ব্লক এপিডেমিওলজিস্ট, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ব্লক ডেটা ম্যানেজার, মেডিক্যাল অফিসার জেনারাল ডিউটি, স্টাফ নার্সেস, কমিউনিটি হেলফ অ্যাসিট্যান্ট, স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার এবং কাউন্সিলর হিসাবে নিয়োগ করা হবে।

Recruitment News: পশ্চিম বর্ধমানে স্বাস্থ্য দফতরে বিভিন্ন পদে ১৪৯ জনকে নিয়োগ, চলছে আবেদন গ্রহণ
প্রতীকী ছবিImage Credit: Twitter
| Edited By: | Updated on: Oct 01, 2023 | 8:00 AM
Share

আসানসোল: পশ্চিম বর্ধমান জেলায় স্বাস্থ্য দফতরে বেশ কয়েকটি পদে নিয়োগ করা হয়েছে। ইতিমধ্যেই এ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিম বর্ধমানের প্রধান মেডিক্যাল অফিসার এই সব পদে নিয়োগের কথা জানিয়েছেন। অনলাইনের মাধ্যমে এই সব পদের জন্য আবেদন করতে হবে। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়ার পাশাপাশি স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে।

পশ্চিম বর্ধমানের স্বাস্থ্য দফতরে মোট ১৪৯টি পদে নিয়োগ করা হবে। ব্লক এপিডেমিওলজিস্ট, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ব্লক ডেটা ম্যানেজার, মেডিক্যাল অফিসার জেনারাল ডিউটি, স্টাফ নার্সেস, কমিউনিটি হেলফ অ্যাসিট্যান্ট, স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার এবং কাউন্সিলর হিসাবে নিয়োগ করা হবে। এর মধ্যে কোন পদে কত জনকে নিয়োগ করা হবে, কোন পদের জন্য কত বেতন দেওয়া হবে, আবেদনের জন্য কী শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা লাগবে তা বিস্তারিত দেওয়া হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে।

২৯ সেপ্টেম্বর থেকেই এই পদের জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। ১৫ অক্টোবর পর্যন্ত তা চলবে। জেনারাল ক্যাটিগরির প্রার্থীদের ১০০টা ফি জমা দিতে হবে। সংরক্ষিত ক্যাটিগরির প্রার্থীদের জন্য এই ফি ৫০ টাকা। এই সব পদে যাঁদের নিয়োগ করা হবে, তাঁদের পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে পোস্টিং দেওয়া হবে। এই লিঙ্কে ক্লিক করে দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তি