Constable Recruitment : কলকাতা পুলিশ কনস্টেবলের আবেদনপত্রে ভুল করেছেন? কীভাবে করবেন সংশোধন জেনে নিন

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jul 03, 2022 | 8:45 AM

Aplication Form Correction : কলকাতা পুলিশের নিয়োগকারী বোর্ডের তরফে 'সংশোধন উইন্ডো' (Correction Window) চালু করা হয়েছে। আবেদনপত্রে কোনও ভুল থেকে থাকলে ৭ জুলাই অবধি করা যাবে সংশোধন।

Constable Recruitment : কলকাতা পুলিশ কনস্টেবলের আবেদনপত্রে ভুল করেছেন? কীভাবে করবেন সংশোধন জেনে নিন
ফাইল ছবি

Follow Us

গত মে মাসে কলকাতা পুলিশের তরফে হাজারেরও বেশি পদে কনস্টেবলের নিয়োগ (Constable Recruitment) শুরু হয়েছিল। তারপর শূন্যপদের সংখ্যাও বৃদ্ধি করা হয়েছিল। সেই শূন্যপদে আবেদনের সময় সদ্য শেষ হয়ে হয়েছে। এবার আবেদনপত্রের ভিত্তিতে পরীক্ষা নেওয়ার পালা। তবে এই আবেদনপত্র ভর্তির সময় একাধিক জায়গায় ভুল করেছেন প্রার্থীরা। স্বভাবতই এই ছোটোখাটো ভুলের জন্য তাঁদের আবেদনপত্র খারিজ হয়ে যাবে কিনা তা নিয়ে চিন্তিত চাকরিপ্রার্থীরা। তবে তাঁদের সংশয়ের কোনও কারণ নেই। আবেদনপত্রে ভুল সংশোধনের সুযোগ রয়েছে। পরীক্ষায় তাঁরা বসতে পারবেন। হবে না আবেদনপত্র খারিজ। কলকাতা পুলিশের নিয়োগকারী বোর্ডের তরফে ‘সংশোধন উইন্ডো’ (Correction Window) চালু করা হয়েছে।

কীভাবে সংশোধন করবেন ভুলগুলি?

  1. http://wbprb.applythrunet.co.in/GetApplicantInfo.aspx -প্রথমে এই লিঙ্কে ক্লিক করুন
  2. সেখানে নিজের অ্য়াপ্লিকেশন সিরিয়াল নম্বর (Application SI) দিন, ফোন নম্বর ও জন্মতারিখ দিন।
  3. এরপর পেজটিতে সাবমিট করুন। তারপর একটি নতুন পেজ খুলে যাবে।
  4. নতুন যে পেজটি আসবে সেখানে নিজের আবেদনপত্র দেখা যাবে। সেখানে গিয়ে নিজের ভুলগুলো ঠিক করে নিতে পারেন।
  5. সব ভুল ঠিক করে নেওয়ার পর সবকিছু মিলিয়ে দেখে নিন।
  6. সব তথ্য ঠিক থাকলে সাবমিট করুন।

উল্লেখ্য়, এবার সাবমিট করার পর যদি কোনও ভুল থেকে থাকে তাহলে আর করার কিছু থাকবে না। কলকাতার পুলিশের নিয়োগকারী বোর্ডের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে, ১ জুলাই থেকে সংশোধন উইন্ডো খুলে গিয়েছে। ৭ জুলাই অবধি প্রার্থীরা আবেদনপত্রের ভুল সংশোধন করতে পারবেন।

Next Article