নয়া দিল্লি: শিক্ষকতা করা যদি আপনার স্বপ্ন হয়, তবে আপনার জন্য রয়েছে দারুণ খবর। দিল্লি বিশ্ববিদ্যালয়ে মিলছে শিক্ষকতার সুযোগ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে অ্যাসিস্টেন্ট প্রফেসর বা সহকারী অধ্যাপক হিসাবে কর্মী নিয়োগ করা হবে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতী কলেজ ও লেডি শ্রী রাম কলেজে সহকারী অধ্যাপক পদে কর্মী নিয়োগ করা হবে। এই শূন্যপদে আবেদন করার শেষ তারিখ হল ২৭ মার্চ, ২০২৩।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ভারতী কলেজ ও লেডি শ্রীরাম কলেজে সহকারী অধ্যাপক পদে কর্মী নিয়োগ করা হবে। ভারতী কলেজে আবেদনের জন্য আগ্রহী আবেদনকারীদের সরাসরি কলেজের অফিশিয়াল ওয়েবসাইট bharaticollege.du.ac.in বা colrec.uod.ac.in – এ লগ ইন করে আবেদন জানাতে হবে।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে লেডি শ্রীরাম কলেজে মোট ৮৯টি শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে। অ্যাসিস্টেন্ট প্রফেসর বা সহকারী অধ্যাপক পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা অনলাইনে colrec.uod.ac.in– এ ওয়েবসাইটে আবেদন জানাতে পারেন। আবেদন জানানোর শেষ তারিখ ২৭ মার্চ।