নয়া দিল্লি: কথায় আছে, শেখার কোনও শেষ নেই। জ্ঞান যত ভাগ করে নেওয়া যায়, ততই বাড়ে। সেই কারণেই অনেকে শিক্ষাকতাকে পেশা হিসাবে বেছে নেন। যদি আপনিও এমনই চাকরি করতে চান, তবে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ এনেছে দিল্লি বিশ্ববিদ্যালয়। রাজধানী কলেজে একাধিক শূন্যপদে নিয়োগ চলছে। সহকারি অধ্যাপক পদে যারা কাজ করতে আগ্রহী, সেই সমস্ত প্রার্থীদের আগামী ২১ মে-র মধ্যে আবেদন করতে হবে। সরাসরি রাজধানী কলেজের অফিশিয়াল ওয়েবসাইট rajdhanicollege.ac.in- এই লিঙ্কে গিয়ে আবেদনপত্র জমা দিতে পারেন।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, রাজধানী কলেজে সহকারী অধ্যাপক পদে মোট ৯০টি শূন্যপদ রয়েছে। দ্রুত এই শূন্যপদগুলিতে নিয়োগ করা হবে। কীভাবে আবেদন করবেন, জেনে নিন-
রসায়ন- মোট ৯টি শূন্যপদ রয়েছে।
বাণিজ্য- মোট ১৪টি শূন্যপদ রয়েছে।
কম্পিউটার সায়েন্স- ২ টি শূন্যপদ রয়েছে।
অর্থনীতি- মোট ৫টি শূন্যপদ রয়েছে।
ইংরেজি- মোট ৫টি শূন্যপদ রয়েছে।
হিন্দি- মোট ২টি শূন্যপদ রয়েছে।
ইতিহাস- মোট ৭টি শূন্যপদ রয়েছে।
অঙ্ক- মোট ১০টি শূন্যপদ রয়েছে।
পদার্থবিদ্যা- মোট ১৮টি শূন্যপদ রয়েছে।
রাষ্ট্রবিদ্যা- মোট ৭টি শূন্যপদ রয়েছে।
সংস্কৃত- মোট ৪টি শূন্যপদ রয়েছে।
পরিবেশ বিদ্যা- মোট ৩টি শূন্যপদ রয়েছে।
ইলেকট্রনিক্স- মোট ৪টি শূন্যপদ রয়েছে।
আগ্রহী প্রার্থীদের অবশ্যই ৫৫ শতাংশ নম্বর নিয়ে স্নাতকোত্তর বা পিএইচডি হতে হবে। এছাড়া তাদের বাধ্যতামূলকভাবে নেট উত্তীর্ণ হতে হবে।
সাধারণ, অনগ্রসর শ্রেণি ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির প্রার্থীদের আবেদনের জন্য ৫০০ টাকা ফি দিতে হবে। জনজাতি/উপজাতি ও শারীরিকভাবে অক্ষম আবেদনকারীদের কোনও ফি দিতে হবে না। কেবলমাত্র অনলাইন মাধ্যমে ডেবিট বা ক্রেডিট কার্ড কিংবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে হবে। বিস্তারিত তথ্য জানার জন্য দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা রাজধানী কলেজের অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে পারেন। আবেদনের শেষ তারিখ ২১ মে।